একী! দীপিকার 'সেই' শাড়ি এবার মালাইকার গায়ে?
Last Updated:
#মুম্বই: মালাইকা মানেই সাহসী ছবি৷ এবার তাঁকে দেখা গেল শাড়িতে৷ খুবই সুন্দর লাগছিল মালাইকাকে, কিন্তু তা নিয়েও শুরু হল জোড় চর্চা৷ কারণ এই একই শাড়িতে কয়েক বছর আগে দেখা গিয়েছিল দীপিকাকে৷ তা দেখেই সকলের চক্ষু চড়ক গাছ৷
সোনম কাপুরের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন মালাইকা৷ অর্জুনের সঙ্গে তার প্রেমে এখন আর কোনও গোপনীয়তা নেই৷ তাই তো সোনমের জন্মদিনে উপস্থিত ছিলেন মালাইকাও৷ সেখানে যেতে গিয়েই বাঁধলো গোল! সাদা রঙের মধ্যে ফুলের ডিজাইন করা শাড়িতে গাড়ি থেকে নামতেই ট্রোলড হতে শুরু করলেন মালাইকা৷
advertisement
advertisement
ঠিক এমনই এক শাড়িতে কয়েক বছর আগে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে৷ নিজের এক তুতো বোনের বিয়েতে এই রকম শাড়ি পরেছিলেন তিনি৷ এবং সাজেও ছিল অনেকটাই মিল৷ দীপিকাও বেঁধেছিলেন খোপা৷ মালাইকাও করলেন তাই৷ অর্থাৎ সাজেও অনেকটাই মিল রয়েছে দীপিকা ও মালাইকার৷
advertisement
এই শাড়িটি সেলিব্রিটি ডিজাইনার রোহিত বালের তৈরি করা শাড়ি৷ শাড়িটি অত্যন্ত সুন্দর৷ দীপিকা ও মালাইকা, দু’জনেই খুবই আসাধারণ ভাবে মেলে ধরেছেন এই শাড়িতে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2019 6:42 PM IST