Malaika Arora: একদিকে বাবার মৃত্যু, অন্যদিকে অর্জুনের সঙ্গে সম্পর্কে ভাঙন, ২০২৪ কী কী শিখিয়েছে মালাইকাকে? অকপট 'ছাইয়া ছাইয়া' গার্ল
- Published by:Rukmini Mazumder
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
এমনকী পুরনো বছরে তিনি কী কী চ্যালেঞ্জ এবং উন্নতির অভিজ্ঞতা লাভ করেছেন, সেই বিষয়েও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন।
মুম্বই: আর তো মাত্র কয়েক ঘণ্টা! বিদায় নেবে ২০২৪। পুরনো বছর কী কী শিখিয়ে গেল, সেই বিষয়েই সম্প্রতি মুখ খুলেছেন বলি-নায়িকা মালাইকা অরোরা। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ভেঙে গিয়েছে সম্পর্ক। তারপর থেকে নিজেকে আরও বেশি করে বিশ্বাস করার গুরুত্ব তুলে ধরলেন অভিনেত্রী। এমনকী পুরনো বছরে তিনি কী কী চ্যালেঞ্জ এবং উন্নতির অভিজ্ঞতা লাভ করেছেন, সেই বিষয়েও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছেন। ২০২৪ সাল নিজেকে খুঁজে পাওয়ার এবং ক্ষমতায়নের বছর সংক্রান্ত একটি পোস্টের সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন মালাইকা। এই বছর নিজস্ব ক্ষমতার উপর জোর দেওয়া এবং নিজের অন্তর্দৃষ্টিকে ভরসা করার শিক্ষাই পেয়েছেন বলেও জানালেন।
সোমবার নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডলে একটি নোট রি-শেয়ার করেছেন যেখানে উঠে এসেছে তাঁর ২০২৪-এর সফরের কথা। প্রসঙ্গত, এর দিন কয়েক আগেই প্রাক্তন অর্জুন কাপুর জনসমক্ষে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন। সেই মন্তব্যেরই সাড়া দিয়েছিলেন অভিনেত্রী।
ওই নোটে অভিনেত্রী লিখেছেন, ” ২০২৪, আমি তোমায় ঘৃণা করি না। কিন্তু তুমি বেশ কঠিন বছর ছিলে — চ্যালেঞ্জে ভর্তি, পরিবর্তন এবং প্রচুর শিক্ষাও ছিল। তুমি আমায় দেখিয়েছ, চোখের পলক ফেলার আগেই জীবন বদলে যেতে পারে। সেই সঙ্গে নিজের উপর আরও বেশি করে ভরসা রাখতে শিখিয়েছ। কিন্তু সব কিছুর উপরে তুমি আমায় বুঝতে শিখিয়েছ যে, আসলে সবথেকে জরুরি হল স্বাস্থ্য — সে শারীরিক হোক কিংবা মানসিক। এমন কিছু বিষয় রয়েছে, যা আমি এখনও বুঝতে পারি না। কিন্তু আমি বিশ্বাস করি, যা যা ঘটনা ঘটেছে, তার উদ্দেশ্য এবং কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারব।”
advertisement
advertisement
প্রসঙ্গত ২০২৪ সালে মালাইকার জীবনে দু’টো বড় বিপর্যয় নেমে এসেছে। প্রথমত বাবা অনিল অরোরার মৃত্যু এবং দ্বিতীয়ত অর্জুন কাপুরের সঙ্গে সাত বছরের সম্পর্কে ইতি। গত ১১ সেপ্টেম্বর মুম্বইয়ের বান্দ্রায় নিজেদের বিল্ডিংয়ের ষষ্ঠ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় অনিল অরোরা-র। এদিকে দীপাবলির একটি অনুষ্ঠানে মালাইকার সঙ্গে প্রেম ভাঙার জল্পনায় সীলমোহর দিয়েছিলেন স্বয়ং অর্জুন।
advertisement
আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০১৮ সালে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের সূত্রপাত হয়েছিল মালাইকার। তাঁর বাবার মৃত্যুর আগেই সেই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। যদিও ব্রেক-আপের পরেও প্রতিকূল পরিস্থিতিতে প্রাক্তনের পাশে থাকতে দেখা গিয়েছিল অর্জুনকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2024 5:00 PM IST