Mahima Chaudhry on Breast Cancer:‘কোনও লক্ষণই ছিল না...চেক আপের জন্য গিয়েছিলাম...’, ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়ে ভয়াবহ অভিজ্ঞতা মহিমা চৌধুরীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mahima Chaudhry on Breast Cancer:মহিমা একজন ক্যানসারজয়ী। ২০২২ সালে, তিনি ইনস্টাগ্রামে অনুপম খেরের পোস্ট করা একটি ভিডিও পুনরায় শেয়ার করে তার রোগ নির্ণয়ের কথা খুলে বলেন। অভিনেত্রী এখন ক্যানসারমুক্ত।
মুম্বই : ২০২২ সালে ‘পরদেশ’-এর অভিনেত্রী মহিমা চৌধুরীর স্তন ক্যানসার ধরা পড়ে। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি তার যাত্রার কথা স্মরণ করে বলেন যে তার কোনও লক্ষণই ছিল না। তিনি নিয়মিত চেকআপের জন্য গিয়েছিলেন যখন জানা যায় যে তাঁর ক্যানসার হয়েছে। মহিমা ২০২৫ সালের ইয়ং উইমেন ব্রেস্ট ক্যানসার কনফারেন্সে তাঁর গল্প শেয়ার করেছেন।
অনুষ্ঠানের ফাঁকে, মহিমা সংবাদমাধ্যমকে বলেন, “কোনও লক্ষণ ছিল না। আমি স্তন ক্যানসার স্ক্রিনিং করাতে যাইনি। আমি কেবল বার্ষিক চেক-আপের জন্য গিয়েছিলাম। আমার কোনও ধারণা ছিল না যে আমার স্তন ক্যানসার হয়েছে। ক্যানসার এমন একটি জিনিস যা আপনি নিজেরাই প্রথম দিকে চিনতে পারবেন না। এটি কেবল পরীক্ষার মাধ্যমেই প্রাথমিকভাবে শনাক্ত করা যেতে পারে। তাই, আপনি যদি বার্ষিক চেক-আপ করাতে থাকেন, তাহলে আপনি এটি প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হবেন এবং সময়মতো চিকিৎসা নিতে পারবেন।”
advertisement
আরও পড়ুন : যৌন সম্পর্কের আব্দার! অটো রিকশা চালিয়ে একা শ্রীলঙ্কা সফররত নিউজিল্যান্ডের তরুণীর সামনেই হস্তমৈথুন স্থানীয় তরুণের! ভাইরাল ভিডিও!
‘‘তিন থেকে চার বছর আগে আমার রোগ নির্ণয়ের পর থেকে, ভারতে ক্যানসার চিকিৎসায় বিরাট পরিবর্তন এসেছে। অনেক জেনেরিক ওষুধ এখন অনেক সস্তা, ওষুধ কোম্পানিগুলি থেকে আপনি আরও ভাল সহায়তা পান এবং ক্যানসার সম্পর্কে অনেক সচেতনতা তৈরি হয়েছে। এই রোগের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করা অন্যান্য মানুষের গল্প শুনে আমি অনেক অনুপ্রেরণা পেয়েছি,’’ অভিনেতা আরও যোগ করেন।
advertisement
advertisement
advertisement
মহিমা একজন ক্যানসারজয়ী। ২০২২ সালে, তিনি ইনস্টাগ্রামে অনুপম খেরের পোস্ট করা একটি ভিডিও পুনরায় শেয়ার করে তার রোগ নির্ণয়ের কথা খুলে বলেন। অভিনেত্রী এখন ক্যানসারমুক্ত। মহিমা ১৯ মার্চ, ২০০৬ তারিখে একটি ঘরোয়া অনুষ্ঠানে ব্যবসায়ী ববি মুখোপাধ্যায়কে বিয়ে করেন। ২০০৭ সালে জন্ম তাঁদের একমাত্র সন্তান আরিয়ানার। পরে তাঁদের বিবাহিত জীবন বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়৷ এর পর ২০১৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 1:15 PM IST

