হোম /খবর /বিনোদন /
নিজের জন্য গাড়ি কেনার ইচ্ছে বাতিল করে বাবা মাকে নতুন ফ্ল্যাট উপহার অভিনেত্রীর

Mahhi Vij: নিজের জন্য গাড়ি কেনার ইচ্ছে বাতিল করে বাবা মাকে নতুন ফ্ল্যাট উপহার অভিনেত্রীর

তিন সন্তানের মা মাহি মনে করেন এই আচরণ থেকে সন্তানরাও শেখে

তিন সন্তানের মা মাহি মনে করেন এই আচরণ থেকে সন্তানরাও শেখে

বাবা মাকে নতুন ফ্ল্যাট কিনে দিলেন অভিনেত্রী মাহি ভিজ (Mahhi Vij)

  • Last Updated :
  • Share this:

মুম্বই : বাবা মাকে নতুন ফ্ল্যাট কিনে দিলেন অভিনেত্রী মাহি ভিজ (Mahhi Vij) ৷ প্রথমে ভেবেছিলেন তাঁর নিজের জন্য একটি গাড়ি কিনবেন ৷ কিন্তু পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন ৷ মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনে চমকে দেন বাবা মাকে ৷ মাহি বলেছেন, ‘‘ অর্থব্যয়ের প্রশ্নে সকলের মনেই প্রথমে নিজের কথা আসে ৷ আমারও এসেছিল ৷ কিন্তু পরে ভাবলাম এমন কাউকে উপহার দিই, যাঁদের কাছে আমার কৃতজ্ঞতা অন্তহীন৷’’

এভাবেই বাবা মায়ের আত্মত্যাগকে সম্মানিত করা যায়, মনে করেন মাহি ৷ তিনি বলেছেন, ‘‘তবে এও জানি, তাঁদের জন্য যা-ই করি না কেন, তাঁদের আত্মত্যাগের তুলনায় হবে যৎসামান্য ৷ আমার কাছে এটা বাবা মাকে কিছু ফিরিয়ে দেওয়া নয় ৷ বরং, ভালবাসার স্মারকে তাঁদের চমকে দেওয়া ৷’’ তিন সন্তানের মা মাহি মনে করেন এই আচরণ থেকে সন্তানরাও শেখে ৷

মাত্র ১৭ বছর বয়সে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেন মাহি ৷ প্রথমে মডেলিং, তার পর ছবিতে অভিনয় ৷ হিন্দি ছবিতে দাগ কাটতে না পারলেও মাহি জনপ্রিয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ৷ তাঁর অভিনীত ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য হল ‘শসসসস...কোই হ্যায়’, ‘শুভ কদম’, ‘লগি তুঝসে লগন’, ‘বৈরী পিয়া’, ‘না আনা ইস দেশ লাডো’, ‘সসুরাল সিমর কা’, ‘বালিকা বধূ’ এবং ‘মুঝসে শাদি করোগে’ ৷

অভিনেতা জয় ভানুশালিকে ২০১১ সালে বিয়ে করেন মাহি ৷ ছ’ বছর পরে দত্তক নেন দুই সন্তান, রাজবীর ও খুশি-কে৷ তার দু’ বছর পরে কন্যাসন্তানের জন্ম দেন মাহি ৷ তার নাম রেখেছেন ‘তারা’ ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Bollywood, Mahhi viz