Mahhi Vij: নিজের জন্য গাড়ি কেনার ইচ্ছে বাতিল করে বাবা মাকে নতুন ফ্ল্যাট উপহার অভিনেত্রীর

Last Updated:

বাবা মাকে নতুন ফ্ল্যাট কিনে দিলেন অভিনেত্রী মাহি ভিজ (Mahhi Vij)

মুম্বই : বাবা মাকে নতুন ফ্ল্যাট কিনে দিলেন অভিনেত্রী মাহি ভিজ (Mahhi Vij) ৷ প্রথমে ভেবেছিলেন তাঁর নিজের জন্য একটি গাড়ি কিনবেন ৷ কিন্তু পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন ৷ মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনে চমকে দেন বাবা মাকে ৷ মাহি বলেছেন, ‘‘ অর্থব্যয়ের প্রশ্নে সকলের মনেই প্রথমে নিজের কথা আসে ৷ আমারও এসেছিল ৷ কিন্তু পরে ভাবলাম এমন কাউকে উপহার দিই, যাঁদের কাছে আমার কৃতজ্ঞতা অন্তহীন৷’’
এভাবেই বাবা মায়ের আত্মত্যাগকে সম্মানিত করা যায়, মনে করেন মাহি ৷ তিনি বলেছেন, ‘‘তবে এও জানি, তাঁদের জন্য যা-ই করি না কেন, তাঁদের আত্মত্যাগের তুলনায় হবে যৎসামান্য ৷ আমার কাছে এটা বাবা মাকে কিছু ফিরিয়ে দেওয়া নয় ৷ বরং, ভালবাসার স্মারকে তাঁদের চমকে দেওয়া ৷’’ তিন সন্তানের মা মাহি মনে করেন এই আচরণ থেকে সন্তানরাও শেখে ৷
advertisement
মাত্র ১৭ বছর বয়সে মুম্বইয়ে কেরিয়ার শুরু করেন মাহি ৷ প্রথমে মডেলিং, তার পর ছবিতে অভিনয় ৷ হিন্দি ছবিতে দাগ কাটতে না পারলেও মাহি জনপ্রিয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ৷ তাঁর অভিনীত ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য হল ‘শসসসস...কোই হ্যায়’, ‘শুভ কদম’, ‘লগি তুঝসে লগন’, ‘বৈরী পিয়া’, ‘না আনা ইস দেশ লাডো’, ‘সসুরাল সিমর কা’, ‘বালিকা বধূ’ এবং ‘মুঝসে শাদি করোগে’ ৷
advertisement
advertisement
অভিনেতা জয় ভানুশালিকে ২০১১ সালে বিয়ে করেন মাহি ৷ ছ’ বছর পরে দত্তক নেন দুই সন্তান, রাজবীর ও খুশি-কে৷ তার দু’ বছর পরে কন্যাসন্তানের জন্ম দেন মাহি ৷ তার নাম রেখেছেন ‘তারা’ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahhi Vij: নিজের জন্য গাড়ি কেনার ইচ্ছে বাতিল করে বাবা মাকে নতুন ফ্ল্যাট উপহার অভিনেত্রীর
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement