মহেশ ভাটের নাটকে গুলাম আলির গান

গজল সম্রাট গুলাম আলি ঠিক করেছিলেন ভারতে আসবেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতে এসে অনুষ্ঠানও করবেন না। গত মঙ্গলবার সোজাসাপটা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ভারতের রাজনৈতিক দলগুলির আচরণে তিনি মর্মাহত। গুলাম আলির কথায়, রাজনৈতিক দলগুলি নিজস্ব স্বার্থপূরণের জন্যই তাঁকে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে তাঁর গান গাওয়া একেবারেই সম্ভব নয়। বারংবার শিবসেনার হাতে তাঁর অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার কারণেই গুলাম আলি এই সিদ্ধান্ত নেন। তবে সেই সিদ্ধান্ত যেন কিছুটা হলেও নড়বড়ে হয়ে উঠল মহেশ ভাটের নেতৃত্বে। তাঁরই পরিচালিত নাটকে গান গাইবেন গুলাম আলি।

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

    #মুম্বই:  গজল সম্রাট গুলাম আলি ঠিক করেছিলেন ভারতে আসবেন না। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতে এসে অনুষ্ঠানও করবেন না। গত মঙ্গলবার সোজাসাপটা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ভারতের রাজনৈতিক দলগুলির আচরণে তিনি মর্মাহত। গুলাম আলির কথায়, রাজনৈতিক দলগুলি নিজস্ব স্বার্থপূরণের জন্যই তাঁকে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে তাঁর গান গাওয়া একেবারেই সম্ভব নয়। বারংবার শিবসেনার হাতে তাঁর অনুষ্ঠান বাতিল হয়ে যাওয়ার কারণেই গুলাম আলি এই সিদ্ধান্ত নেন। তবে সেই সিদ্ধান্ত যেন কিছুটা হলেও নড়বড়ে হয়ে উঠল মহেশ ভাটের নেতৃত্বে। তাঁরই পরিচালিত নাটকে গান গাইবেন গুলাম আলি।

    বেশ কিছু সময় ধরেই, মহেশ ভাটের নেতৃত্বে ভারত-পাকিস্তানের যৌথ প্রযোজনায় নাটক মঞ্চস্থ হয় পাকিস্তানের নাট্যমঞ্চে। যেখানে ভারতীয় অভিনেতা ছাড়াও, অভিনয় করতে দেখা যায় পাকিস্তানের নাট্যবক্তিত্বদের। সেইরকমই এক প্রযোজনা মহেশ ভাটের নতুন নাটক মিলনে দো। মহেশের কথায়, গুলাম আলিকে নাটকে গান গাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তিনি রাজিও হয়েছেন, ভারত-পাকিস্তানের যৌথ প্রযোজনায় গান গাইতে। তবে পাকিস্তানেই গানের রেকর্ডিং হবে, নাকি ভারতে এসে তিনি গাইবেন তা নিয়ে এখনও অবধি কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করছি, খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলা হবে গুলাম আলির সঙ্গে আলোচনা করে।

    First published:

    Tags: Ghulam Ali, Mahesh Bhatt