#চেন্নাই: দু’ভাগে মুক্তি পেয়ে বক্স অফিসে ঝড় তুলেছে রাজা মৌলির ছবি বাহুবলি ! আর তারপর থেকেই যেন দক্ষিণী ছবির দিকে মানুষের কৌতুহলটা দিন দিন বেড়েই চলছে ৷ তাই তো মহেশবাবুর নতুন তেলেগু ছবি ‘স্পাইডার’ নিয়ে উৎসাহ তুঙ্গে ৷ সম্প্রতি সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। আর মুক্তির একদিনের মধ্যেই ৭৭ লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। যার সেজন্য এটিকে ইউটিউবে ‘মোস্ট ভিউড টিজার’ আখ্যা দেওয়া হচ্ছে।ভারতে ট্রেন্ডিংয়ের তালিকায় রয়েছে দু’নম্বরে।
তা কী রয়েছে এই টিজারে ৷ বাহুবলিকে কাত করে দেওয়ার মতো গ্রাফিক্স দেখতে পাওয়া যাবে এই টিজারে ৷ ছবিতে মহেশবাবুর চরিত্রটি গোয়েন্দার ৷ ছবিতে সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য লড়াই করবেন মহেশবাবু ৷ তবে গল্পের চেয়েও, ছবির গ্রাফিক্সই এই ছবির আসল আকর্ষণ ৷ জানা গিয়েছে, দেশি-বিদেশি গ্রফিক্স ডিজাইনারদের দিয়ে তৈরি করা হয়েছে এই ছবির গ্রাফিক্স !
ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর ৷ দেখুন এই ছবির টিজার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mahesh Babu, Movie, Spider, Telegu