দু’দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করল মহেশ বাবুর ‘ভারত আনে নেনু’
Last Updated:
#মুম্বই: গত শুক্রবারই মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার মহেশবাবুর ‘ভারত আনে নেনু’ ৷ পেরিয়েছে মাত্র দুটো দিন ৷ আর এই দু’দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফলেছে তেলুগু ভাষার এই ছবিটি ৷ ২০১৮ সালে যে সব ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে ‘ভারত আনে নেনু’-ই সবচেয়ে দ্রুত ১০০ কোটির মাইলফলক স্পর্শ করল ৷ শুধু মাত্র ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটির ব্যবসা মারকাটারি ৷
গত শুক্রবার ছবিটি মুক্তির দিনই রেকর্ড ব্রেকিং ব্যবসা করে ৷ মার্কিন মুলুকে ছবিটি ইতিমধ্যে ১৩ কোটি টাকা আয় করেছে । বক্স অফিস বিশেষজ্ঞদের মতে এই দক্ষিণী ব্লকবাস্টারটি আয়ের সমস্ত রেকর্ডই হয়তো ভেঙে দেবে ৷ আর ছবিটি এমনভাবে ব্যবসা করলে ‘বাহুবলী ২’কেও পিছনে ফেলে দিতে পারে বলেই ধারণা ৷
Telugu film #BharatAneNenu is O-U-T-S-T-A-N-D-I-N-G in USA... Crosses $ 2 million... All set for a SUPER-SOLID opening weekend... Thu previews + Fri $ 1,402,713 Sat $ 695,738 / 290 locations Total: $ 2,098,451 [₹ 13.90 cr]#BAN@Rentrak
— taran adarsh (@taran_adarsh) April 22, 2018
advertisement
advertisement
'ভারত আনে নেনু' একটি বিগ বাজেট পলিটিক্যাল ড্রামা । ছবিটিতে মহেশ বাবু একজন ডায়নামিক মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন । ছবিটি পরিচালক হলেন কোরাতালা শিবা।
Location :
First Published :
April 23, 2018 2:40 PM IST