দু’দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করল মহেশ বাবুর ‘ভারত আনে নেনু’

Last Updated:
#মুম্বই: গত শুক্রবারই মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার মহেশবাবুর ‘ভারত আনে নেনু’ ৷ পেরিয়েছে মাত্র দুটো দিন ৷ আর এই দু’দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফলেছে তেলুগু ভাষার এই ছবিটি ৷ ২০১৮ সালে যে সব ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে ‘ভারত আনে নেনু’-ই সবচেয়ে দ্রুত ১০০ কোটির মাইলফলক স্পর্শ করল ৷ শুধু মাত্র ভারতের বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটির ব্যবসা মারকাটারি ৷
গত শুক্রবার ছবিটি মুক্তির দিনই রেকর্ড ব্রেকিং ব্যবসা করে ৷ মার্কিন মুলুকে ছবিটি ইতিমধ্যে ১৩ কোটি টাকা আয় করেছে । বক্স অফিস বিশেষজ্ঞদের মতে এই দক্ষিণী ব্লকবাস্টারটি আয়ের সমস্ত রেকর্ডই হয়তো ভেঙে দেবে ৷ আর ছবিটি এমনভাবে ব্যবসা করলে ‘বাহুবলী ২’কেও পিছনে ফেলে দিতে পারে বলেই ধারণা ৷
advertisement
advertisement
'ভারত আনে নেনু' একটি বিগ বাজেট পলিটিক্যাল ড্রামা । ছবিটিতে মহেশ বাবু একজন ডায়নামিক মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন । ছবিটি পরিচালক হলেন কোরাতালা শিবা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
দু’দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করল মহেশ বাবুর ‘ভারত আনে নেনু’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement