Mahapeeth Tarapeeth : ‘বিশ্বকবি হবে তুমি রবি ঠাকুর’, রবীন্দ্রনাথকে আশীর্বাদ করে বলছেন সাধক বামাক্ষ্যাপা! প্রোমো ঘিরে বিতর্ক

Last Updated:

‘মহাপীঠ তারাপীঠ’-এর (Mahapeeth Tarapeeth ) প্রোমোতে এই দৃশ্য দেখাতেই ক্ষুব্ধ দর্শকরা ৷ তাঁদের প্রশ্ন, কোথায় লেখা আছে এই তথ্য, যে রবীন্দ্রনাথকে এই আশীর্বাদ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা?

কলকাতা : ‘বিশ্বকবি হবে তুমি রবি ঠাকুর!’ যুবক রবীন্দ্রনাথ ঠাকুরের মাথায় আশীর্বাদের হাত রেখে এ কথা বলছেন সাধক বামাক্ষ্যাপা ৷ স্টার জলসার ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এর (Mahapeeth Tarapeeth  ) প্রোমোতে এই দৃশ্য দেখাতেই ক্ষুব্ধ দর্শকরা ৷ তাঁদের প্রশ্ন, কোথায় লেখা আছে এই তথ্য, যে রবীন্দ্রনাথকে এই আশীর্বাদ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা? চ্যানেলের ফেসবুক পেজে এই নিয়ে তির্যক মন্তব্য করেছেন নেটিজেনরা ৷
প্রসঙ্গত এর পর আরও একটি প্রোমোতে দেখানো হয়, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শৈশবে তারাপীঠে বামাক্ষ্যাপার কাছে গিয়েছিলেন রবি ৷ দুজনেই মুগ্ধ হন সাধকের গানে ৷ তার পর বেশ কিছু বছর পেরিয়ে যুবক রবীন্দ্রনাথ আবার মুখোমুখি সাধকের ৷ তখনই কবিকে সাধক আশীর্বাদ করছেন, বলছেন ভবিষ্যতে তিনি বিশ্বকবি হবেন ৷
advertisement
প্রোমোতে দেখানো হয়েছে রবীন্দ্রনাথের সঙ্গে সাধকের কাছে গিয়েছেন স্বাধীনতা সংগ্রামী মুকুন্দ দাস ৷ হঠাৎ তাঁর কাছ থেকে লুকিয়ে রাখা পিস্তল চেয়ে নেন সাধক ৷ পরমুহূর্তেই ঘটনাস্থলে আসে ব্রিটিশ পুলিশ ৷ কী লীলা দেখাবেন সাধক বামাক্ষ্যাপা? সেই অপেক্ষায় দর্শকদের রেখে প্রোমো শেষ ৷ দর্শকদের সমালোচনা শুরু ৷
advertisement
কেউ লিখেছেন ‘‘বাঙালির সেন্টিমেন্ট নিয়ে এ ভাবে খেলবেন না’ ৷ আর একজনের কথায়, ‘‘এই সব বন্ধ হবে কবে? এর চাইতে কোভিড হওয়াই ভালো’’৷ নেটিজেনরা তোপ দেগেছেন চিত্রনাট্যের বিরুদ্ধেও ৷ তাঁদের প্রশ্ন, কারা এই চিত্রনাট্য লেখেন? দর্শকদের একাংশের অভিযোগ, চিত্রনাট্যকারদের জন্য কুশীলবদের মানসম্মান ধূলিসাৎ হয়ে যায়!
advertisement
রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে আছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Cahtterjee) ৷ প্রসঙ্গত কিছুদিন আগেই ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে শেষ হয়েছে গৌরবের কাজ ৷ এই ধারাবাহিকে তিনি দীর্ঘ দিন অভিনয় করেছেন রানি রাসমণির জামাই মথুরামোহনের চরিত্রে ৷ তার পরই তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে দেখে দর্শকরা কার্যত হতবাক ৷
তাঁর নতুন রূপ ফেসবুকে শেয়ার করেছেন গৌরব নিজেও ৷ নতুন ধারাবাহিকেও তিনি দর্শকদের মনোরঞ্জন করতে পারবেন বলে আশা করেন ৷ সেখানে এক জন লিখেছেন, ‘রানি রাসমণি উত্তর পর্ব’ ধারাবাহিকে গৌরবকে মিস করছেন ৷ তাঁদের অনুযোগ গৌরবের অভিনয়পর্ব শেষ হয়ে যাওয়ার পর আকর্ষণহীন হয়ে পড়েছে ওই ধারাবাহিক ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahapeeth Tarapeeth : ‘বিশ্বকবি হবে তুমি রবি ঠাকুর’, রবীন্দ্রনাথকে আশীর্বাদ করে বলছেন সাধক বামাক্ষ্যাপা! প্রোমো ঘিরে বিতর্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement