Mahadev Betting App Case: মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে ইডির তলব কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে! আরও ১৭ জন বলি তারকার দিকে নজর!

Last Updated:

Mahadev Betting App Case: ইতিমধ্যেই ডাকা হয়েছে রণবীর কাপুরকে! জেরা করা হয়েছে সানি লিওনকেও! ডাকা হবে আরও অনেককে!

photo source collected
photo source collected
মুম্বই:  রণবীর কাপুরের পর এবার ইডি তলব করল জনপ্রিয় অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মা, অভিনেত্রী হুমা কুরেশি ও হিনা খানকে। সূত্রের খবর মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এই তারকদের ডেকেছে ইডি! ইতিমধ্যেই রণবীর কাপুরকে ডাকায় শোরগোল পড়ে গিয়েছিল। এবার এই কেসে নাম জড়াল এই তিন জনেরও! অক্টোবরের ৬ তারিখে হাজিরা দেবেন তাঁরা! এর আগেই সূত্র থেকে জানা যায় মোট ১৭ জনের বেশি বলি অভিনেতা এই কাণ্ডে যুক্ত! মহাদেব বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল! এরা এই চক্র চালাত দুবাইতে বসে।
এই অ্যাপে আইডি তৈরি করে অনলাইন বেটিং করা যেত। যারা রেজিস্ট্রার করতেন তাঁদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত! এই মহাদেব বেটিং অ্যাপে নাম জড়িয়েছে সানি লিওনেরও! সানিকে ইতিমধ্যেই ডেকে পাঠিয়ে জেরা করেছে ইডি। এই বেটিং অ্যাপের নেপথ্য রয়েছে সৌরভ চন্দ্রকর! ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গা ঢাকা দিয়ে দুবাইতে চলে যায় সে। সেখানে বিগ বাজেটের বিয়েও করেছে সে! ২০০ কোটি টাকার ‘গ্ল্যামারাস’ এই বিয়েতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বলিউডের বহু তারকা। এবার সেই সব তারকা ইডির নজরে। ধরে ধরে তলব করা হবে প্রত্যেককে!
advertisement
আরও পড়ুন: 
advertisement
এই বিগ বাজেটের বিয়েতে অংশ নিতে দেখা গিয়েছিল সানি লিওন, টাইগার শ্রফ, নেহা কক্কর-সহ আরও অনেককে। সূত্রের খবর ইডির পাঠানো লিস্টে আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা, নুসরত বারুচা থেকে কুষ্ণা অভিষেক-এর নামও রয়েছে। তাদের মধ্যে থেকেই আগামিকাল ডেকে পাঠানো হয়েছে কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে। এবার অপেক্ষা এটাই দেখার জল কতটা ঘোলা হয়! যদিও এ বিষয়ে এখনও কিছু জানাননি কপিল শর্মা-সহ বাকি তারকারা!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahadev Betting App Case: মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে ইডির তলব কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে! আরও ১৭ জন বলি তারকার দিকে নজর!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement