#উটি: চক্রবর্তী পরিবারে মেতে উঠেছে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর বিয়ে নিয়ে ৷ ভারতের বাইরে না হলেও, ডেস্টিনেশন ম্যারেজই করছেন মিঠুন পুত্র। জানা গিয়েছে, উটির শান্ত পরিবেশের মাঝেই নতুন জীবনে পথ চলার শপথ নেবে সে । হোটেল ‘দ্য মোনার্ক’-এ সাজানো হবে মহাক্ষয় চক্রবর্তী (মিমো)-এর ছাদনাতলা। শোনা যাচ্ছে, মহাক্ষয়ের বিয়েতে বেশ কয়েকজন বলি তারকা হাজির থাকতে পারেন ৷
এমনই সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসছে বিয়ের আসর ৷
এখন প্রশ্ন, কে হচ্ছেন মিঠুনের বৌমা? উত্তর হল, মাদলসা শর্মা। পাত্রী দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী। বাবা পরিচালক তথা প্রযোজক সুভাষ শর্মা। মা একজন বর্ষীয়ান অভিনেত্রী। যাঁকে বিআর চোপড়ার মহাভারত-এ দেবকীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।
‘দ্য মোনার্ক’ হোটেল প্রাঙ্গন ৷
সূত্রের খবর, এক্কেবারে বাঙালিরীতি মেনে বিয়ে হবে মিমো-মাদলসার বিয়ের হবে। মানে শুভদৃষ্টি থেকে মালাবদল, সিঁদুরদান সব হবে প্রথা মেনে। তবে পাত্রীকে বাঙালির কনের সাজে, নাকি দক্ষিনী ব্রাইডাল লুকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এর জন্য অপেক্ষা করতে হবে জুলাই পর্যন্ত।
‘দ্য মোনার্ক’ হোটেলের অন্দরসজ্জা ৷
অনেকদিন ধরেই মিমো অর্থাৎ মহাক্ষয় এবং মাদালসার মধ্যে সম্পর্ক ছিল ৷ কিন্তু এই দুই তারকা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে মুখ খোলেননি তেমনভাবে ৷
এমনিতেই চোখ ধাঁধানো হোটেল মিঠুন চক্রবর্তীর এই ‘দ্য মোনার্ক’৷ শোনা যাচ্ছে এই হোটেলটিকেই এক্কেবারে ঢেলে সাজানো হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood Celebrity, Celebrity Wedding. Bollywood Actor, Mahaakshay Chakraborty, Mithun Chakraborty’s son, মহাক্ষয় চক্রবর্তী