Madhuri Dixit : মাস্ক পরার সঠিক স্বাস্থ্যবিধি কী কী ? শেখালেন চিরসবুজ নায়িকা

Last Updated:

মাস্ক শুধু পরলেই হবে না ৷ নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে তবেই পরতে হবে ৷ সেই নিয়মগুলি কী কী, হাতেকলমে দেখিয়েছেন চিকিৎসক শ্রীরাম নেনে-র ঘরণি ৷

মুম্বই : বলিউড শাসন করার পর বহু বছর পেরিয়ে গেলেও তিনি এখনও চিরসবুজ ৷ মুক্তো ঝরানো হাসি নিয়ে এখনও ‘দিভা’ ৷ অতিমারিকালে সচেতনতা প্রসারে সামিল মাধুরী দীক্ষিতও ৷ সামাজিক মাধ্যমে ভিডিয়ো শেয়ার করে শেখালেন কীভাবে মাস্ক পরতে হবে ৷
মাস্ক পরার সঠিক বিধি নিয়ে প্রথম থেকেই বলে আসছেন চিকিৎসকরা ৷ মাস্ক শুধু পরলেই হবে না ৷ নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে তবেই পরতে হবে ৷ সেই নিয়মগুলি কী কী, হাতেকলমে দেখিয়েছেন চিকিৎসক শ্রীরাম নেনে-র ঘরণি ৷ বেশ কিছু দিন আগে শেয়ার করা হলেও এখনও ভিডিয়োটি ঘুরছে সামাজিক মাধ্যমের অলিগলিতে ৷
advertisement
মাধুরীর ভিডিয়োতে ‘লাইক’ এবং ‘লভ’ প্রতিক্রিয়া এসেছে পাঁচ লক্ষের বেশি ৷ মন্তব্য সংখ্যা ছাপিয়েছে ১৮ হাজার ৷ শেয়ার করা হয়েছে ১৪ হাজারের বেশি বার ৷
advertisement
প্রসঙ্গত গত মাসের মাঝামাঝি দু দফা টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরে কাজে ফিরেছেন মাধুরী । মনীশ মালহোত্রার শাড়ি পরে ছবি দেন ইনস্টাগ্রামে ৷ গুঞ্জন, মাধুরীর পরনের ইস্পাতরঙা সে শাড়ির দাম ছিল প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা ৷ পঞ্চাশোর্ধ্ব চিরতরুণী জানান, বিরতির পরে কাজে যোগ দিয়ে তিনি রোমাঞ্চিত । তাঁর ছবি দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরাও ।
advertisement
তবে অতিমারি আবহে সমালোচিতও হয়েছেন মাধুরী ৷ মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন তিনি ৷ তাঁর মতো বলিউডের আরও বেশ কয়েক জন তারকা গোয়া, মলদ্বীপ-সহ বিভিন্ন সৈকতে অবসরযাপনের বিলাসী ছবি পোস্ট করেছিলেন ৷ সে সময় তীক্ষ্ণ ভাষায় তাঁদের সমালোচনা করেছিলেন শোভা দে ৷ তাঁর প্রতিবাদী সুরে সুর মিলিয়েছিলেন বহু নেটিজেন ৷
advertisement
তবে মাধুরীর সামাজিক মাধ্যমে নেটিজেনদের তরফে বিদ্বেষের বহিঃপ্রকাশ নেই ৷ সেখানে নায়িকার ছবি ঘিরে অনুরাগীরা উচ্ছ্বসিত ৷ নিজের ছবি, অভিনীত সিনেমার স্থিরচিত্রর পাশাপাশি পরিবারের ছবিও পোস্ট করেন তিনি ৷ নায়িকার ভূমিকা থেকে সরে গেলেও বিনোদন জগতকে পুরোপুরি বিদায় জানাননি ধক ধক গার্ল ৷ কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য রেখেই একের পর এক বসন্ত পাড়ি দিচ্ছেন তিনি ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhuri Dixit : মাস্ক পরার সঠিক স্বাস্থ্যবিধি কী কী ? শেখালেন চিরসবুজ নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement