মুম্বই : বলিউড শাসন করার পর বহু বছর পেরিয়ে গেলেও তিনি এখনও চিরসবুজ ৷ মুক্তো ঝরানো হাসি নিয়ে এখনও ‘দিভা’ ৷ অতিমারিকালে সচেতনতা প্রসারে সামিল মাধুরী দীক্ষিতও ৷ সামাজিক মাধ্যমে ভিডিয়ো শেয়ার করে শেখালেন কীভাবে মাস্ক পরতে হবে ৷
মাস্ক পরার সঠিক বিধি নিয়ে প্রথম থেকেই বলে আসছেন চিকিৎসকরা ৷ মাস্ক শুধু পরলেই হবে না ৷ নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে তবেই পরতে হবে ৷ সেই নিয়মগুলি কী কী, হাতেকলমে দেখিয়েছেন চিকিৎসক শ্রীরাম নেনে-র ঘরণি ৷ বেশ কিছু দিন আগে শেয়ার করা হলেও এখনও ভিডিয়োটি ঘুরছে সামাজিক মাধ্যমের অলিগলিতে ৷
মাধুরীর ভিডিয়োতে ‘লাইক’ এবং ‘লভ’ প্রতিক্রিয়া এসেছে পাঁচ লক্ষের বেশি ৷ মন্তব্য সংখ্যা ছাপিয়েছে ১৮ হাজার ৷ শেয়ার করা হয়েছে ১৪ হাজারের বেশি বার ৷
প্রসঙ্গত গত মাসের মাঝামাঝি দু দফা টিকাকরণ সম্পূর্ণ হওয়ার পরে কাজে ফিরেছেন মাধুরী । মনীশ মালহোত্রার শাড়ি পরে ছবি দেন ইনস্টাগ্রামে ৷ গুঞ্জন, মাধুরীর পরনের ইস্পাতরঙা সে শাড়ির দাম ছিল প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা ৷ পঞ্চাশোর্ধ্ব চিরতরুণী জানান, বিরতির পরে কাজে যোগ দিয়ে তিনি রোমাঞ্চিত । তাঁর ছবি দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরাও ।
তবে অতিমারি আবহে সমালোচিতও হয়েছেন মাধুরী ৷ মলদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন তিনি ৷ তাঁর মতো বলিউডের আরও বেশ কয়েক জন তারকা গোয়া, মলদ্বীপ-সহ বিভিন্ন সৈকতে অবসরযাপনের বিলাসী ছবি পোস্ট করেছিলেন ৷ সে সময় তীক্ষ্ণ ভাষায় তাঁদের সমালোচনা করেছিলেন শোভা দে ৷ তাঁর প্রতিবাদী সুরে সুর মিলিয়েছিলেন বহু নেটিজেন ৷
তবে মাধুরীর সামাজিক মাধ্যমে নেটিজেনদের তরফে বিদ্বেষের বহিঃপ্রকাশ নেই ৷ সেখানে নায়িকার ছবি ঘিরে অনুরাগীরা উচ্ছ্বসিত ৷ নিজের ছবি, অভিনীত সিনেমার স্থিরচিত্রর পাশাপাশি পরিবারের ছবিও পোস্ট করেন তিনি ৷ নায়িকার ভূমিকা থেকে সরে গেলেও বিনোদন জগতকে পুরোপুরি বিদায় জানাননি ধক ধক গার্ল ৷ কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য রেখেই একের পর এক বসন্ত পাড়ি দিচ্ছেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Madhuri Dixit Nene, Mask