Madhuri Dixit at IFFI: গোয়ায় IFFI-তে ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান মাধুরী দীক্ষিতকে

Last Updated:

Madhuri Dixit at IFFI: একে একে মাধুরী অভিনীত কয়েকটি জনপ্রিয় চরিত্রের নাম করলেন অনুরাগ ঠাকুর। নিশা, চন্দ্রমুখী, বেগম পারা, রাজজোর মতো চরিত্রের নাম করে অনুরাগ বললেন, ‘‘তাঁর বহুমুখীতা অন্তহীন, সীমাহীন।’’

IFFI 2023-এ ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান মাধুরী দীক্ষিতকে
IFFI 2023-এ ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান মাধুরী দীক্ষিতকে
গোয়া: অনুষ্ঠিত হল ৫৪তম গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এর উদ্বোধনী অনুষ্ঠান। তারকা খচিত এই অনুষ্ঠানে চলল চলচ্চিত্র দুনিয়ার গৌরবমণ্ডিত বহর প্রদর্শনী। আর এখানেই গুরুত্বপূর্ম ভূমিকায় দেখা দিলেন মাধুরী দীক্ষিত। এই উৎসবে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য পুরস্কার দেওয়া হল মাধুরীকে।
advertisement
advertisement
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোশ্যাল মিডিয়া এক্স (যা পূর্বে ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ লিখেছেন, ‘আইকন, মাধুরী দীক্ষিত চার দশক ধরে পর্দায় অতুলনীয় প্রতিভা উপহার দিয়ে এসেছেন আমাদের।’ তারপর একে একে মাধুরী অভিনীত কয়েকটি জনপ্রিয় চরিত্রের নাম করলেন অনুরাগ ঠাকুর। নিশা, চন্দ্রমুখী, বেগম পারা, রাজজোর মতো চরিত্রের নাম করে অনুরাগ বললেন, ‘‘তাঁর বহুমুখীতা অন্তহীন, সীমাহীন।’’
advertisement
মাধুরী বলেন, ‘‘সিনেমা আমাকে অনেক দিয়েছে, বিনিময়ে কিছু ফেরত দেওয়ার সময় এসেছে। শুধু ভারতীয় সিনেমা নয়, ভারতীয় সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ গান এবং নাচের চেয়ে ভাল উপায় আর কীই বা আছে।’’ এই উৎসবে মাধুরী তাঁর জনপ্রিয় গানের একটি অংশে নৃত্য পরিবেশন করেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhuri Dixit at IFFI: গোয়ায় IFFI-তে ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান মাধুরী দীক্ষিতকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement