Madhuri Dixit at IFFI: গোয়ায় IFFI-তে ভারতীয় সিনেমায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান মাধুরী দীক্ষিতকে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Madhuri Dixit at IFFI: একে একে মাধুরী অভিনীত কয়েকটি জনপ্রিয় চরিত্রের নাম করলেন অনুরাগ ঠাকুর। নিশা, চন্দ্রমুখী, বেগম পারা, রাজজোর মতো চরিত্রের নাম করে অনুরাগ বললেন, ‘‘তাঁর বহুমুখীতা অন্তহীন, সীমাহীন।’’
গোয়া: অনুষ্ঠিত হল ৫৪তম গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এর উদ্বোধনী অনুষ্ঠান। তারকা খচিত এই অনুষ্ঠানে চলল চলচ্চিত্র দুনিয়ার গৌরবমণ্ডিত বহর প্রদর্শনী। আর এখানেই গুরুত্বপূর্ম ভূমিকায় দেখা দিলেন মাধুরী দীক্ষিত। এই উৎসবে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদানের জন্য পুরস্কার দেওয়া হল মাধুরীকে।
An icon across the ages, @MadhuriDixit has graced our screens with unparalleled talent for four incredible decades.
From the effervescent Nisha to the captivating Chandramukhi, the majestic Begum Para to the indomitable Rajjo, her versatility knows no bounds.
Today, we are… pic.twitter.com/HlYUWHsWRY
— Anurag Thakur (@ianuragthakur) November 20, 2023
advertisement
advertisement
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সোশ্যাল মিডিয়া এক্স (যা পূর্বে ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ লিখেছেন, ‘আইকন, মাধুরী দীক্ষিত চার দশক ধরে পর্দায় অতুলনীয় প্রতিভা উপহার দিয়ে এসেছেন আমাদের।’ তারপর একে একে মাধুরী অভিনীত কয়েকটি জনপ্রিয় চরিত্রের নাম করলেন অনুরাগ ঠাকুর। নিশা, চন্দ্রমুখী, বেগম পারা, রাজজোর মতো চরিত্রের নাম করে অনুরাগ বললেন, ‘‘তাঁর বহুমুখীতা অন্তহীন, সীমাহীন।’’
advertisement
মাধুরী বলেন, ‘‘সিনেমা আমাকে অনেক দিয়েছে, বিনিময়ে কিছু ফেরত দেওয়ার সময় এসেছে। শুধু ভারতীয় সিনেমা নয়, ভারতীয় সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ গান এবং নাচের চেয়ে ভাল উপায় আর কীই বা আছে।’’ এই উৎসবে মাধুরী তাঁর জনপ্রিয় গানের একটি অংশে নৃত্য পরিবেশন করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 12:26 AM IST