Madhumita Sarcar: চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস! শান্তির খোঁজে মধুমিতা, কার উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Madhumita Sarcar: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন টলি নায়িকা৷ পাহাড়ের কোলে মধুমিতার এই ভিডিও দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ ৷
কলকাতা: মধুমিতা সরকার আবারও শিরোনামে উঠে এসেছেন৷ কিছুদিন আগেই লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে ফ্রেশ অক্সিজেন নিতে নিজের প্রিয় জায়গায় গেছিলেন নায়িকা৷ কুয়াশায় ঢাকা পাহাড়ের কোলে ছুটি কাটাতে গেছিলেন মধুমিতা৷ শহরের কোলাহল ছেড়ে নিভৃতে পাহাড়ে সময় কাটিয়ে ফিরে এসেছেন অভিনেত্রী৷ তবে এখনও তার মন পড়ে রয়েছে পাহাড়ে৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন টলি নায়িকা৷ ভিডিওতে দেখা যাচ্ছে, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে৷ তার মাঝেই গাছের তলায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে পাহাড়ের মায়াবী পরিবেশ উপভোগ করছেন৷ চোখ খুলেই দীর্ঘ নিঃশ্বাস, তারপরই হেঁটে চলেছেন রাস্তা ধরে৷ এই ভিডিও পোস্ট করে সঙ্গে একটি বার্তাও দিয়েছেন অভিনেত্রী৷
advertisement
advertisement
advertisement
পাহাড়ের কোলে মধুমিতার এই ভিডিও দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ ৷ ডেনিম জিন্স, গোলাপি রঙের টপ এবং সাদা রঙের লং জ্যাকেট, গলায় রুদ্রাক্ষের মালা পরে নজর কেড়েছেন নায়িকা৷ ভালবাসায় মোড়া পাহাড়ের কোল থেকে ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন- আমি ধ্যান করছিলাম৷ তবে ভাবতেও পারিনি মুহূর্তগুলো এভাবে ফ্রেমবন্দি হবে৷ ধ্যান করতে গেলে নির্দিষ্ট একটি ভঙ্গিমাতেই করতে হবে, তাতে আমি বিশ্বাসী নই৷ আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা ভীষণ জরুরি৷ রক কনসার্টে গিয়েও ধ্যান করা সম্ভব৷ কিন্তু সবার আগে নিজেকে খোঁজার চেষ্টা করুন তারপর শান্তি খুঁজবেন৷ মুহূর্তের মধ্যে মধুমিতার এই পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ আপাতত অভিনেত্রীর আপকামিং সিনেমা চিনি ২ সামনেই মুক্তি পেতে চলেছে৷ তারই অপেক্ষায় রয়েছেন নায়িকা৷ নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালবাসেন মধুমিতা সরকার৷ একাধিক চরিত্রে অভিনয় করে নিজের জায়গা করে নিয়েছেন নায়িকা৷ তবে তাঁর অভিনীত এত চরিত্রের মধ্যে পাখি চরিত্রটি এখনও সকলের মনে রয়ে গেছে৷ আবার পাখিকে দেখছেন দর্শক৷ কারণ আবার স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে মধুমিতা ও যশ দাশগুপ্তের জনপ্রিয় সিরিয়াল বোঝে না সে বোঝে না৷ এই ধারাবাহিকেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন মধুমিতা সরকার৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 6:10 PM IST