Madhubani Goswami: মেঘলা দিনে ‘শাওন রাতে যদি’ গেয়ে ছেলেকে ঘুমপাড়ানো,সুপারহিট মধুবনীর ভিডিয়ো
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
শিশুসন্তানের জন্য শ্যুটিংফ্লোর থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে অভিনেত্রী মধুবনী (Madhubani Goswami) খুব সক্রিয় ও জনপ্রিয় ৷ ছেলে কেশবের সঙ্গে নিজের ছবি ও ভিডিয়ো প্রায়ই শেয়ার করেন ৷ নেটিজেনদের শুভেচ্ছায় ভরে যায় তাঁর প্রোফাইল ৷
কলকাতা : অতীতের তোরা এখন ব্যস্ত মা৷ দিনের প্রায় পুরোটাই কাটে ছেলেকে নিয়ে ৷ শিশুসন্তানের জন্য শ্যুটিংফ্লোর থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে অভিনেত্রী মধুবনী (Madhubani Goswami) খুব সক্রিয় ও জনপ্রিয় ৷ ছেলে কেশবের সঙ্গে নিজের ছবি ও ভিডিয়ো প্রায়ই শেয়ার করেন ৷ নেটিজেনদের শুভেচ্ছায় ভরে যায় তাঁর প্রোফাইল ৷
রবিবার বিকেলে একটি ভিডিয়ো শেয়ার করেন মধুবনী ৷ সেখানে তিনি ছোট্ট কেশবকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন ৷ ছেলেকে দোলা দিতে দিতে মধুবনীর গাইছেন, ‘শাওন রাতে যদি’ ৷ দেবদাস ছবিতে মান্না দে-এর কণ্ঠে অমর এই গানটিই তাঁর ছেলের ছেলের ঘুমপাড়ানিয়া ৷
advertisement
এর আগেও ঘুমপাড়ানি গানের ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ সেটার মতো এটিও নেটিজেনদের বাহবা পেয়েছে ৷ নিজেদের ভাললাগা ফেসবুকের মন্তব্যবাক্সে জানাতেও কার্পণ্য করেননি নেটিজেনরা ৷ চলতি বছর এপ্রিলে মধুবনী এবং রাজার সংসারে নতুন অতিথি এসেছে ৷ ছেলের নাম রেখেছেন কেশব ৷
advertisement
বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি রাজা (Raja Goswami) ও মধুবনীর আলাপ কাজের সূত্রেই ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোরা ৷ চূড়ান্ত জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি ৷ এখনও অনেক দর্শক তাঁদের ওই নামেই চেনেন ৷
এর পর বহু ধারাবাহিকে অভিনয় করেছেন দু’জনে ৷ বর্তমানে রাজা অভিনয় করছেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ‘রূপাঞ্জন’ চরিত্রে ৷ কৌতুকের ছোঁয়া এই চরিত্রটিকে দর্শকদের মনের কাছকাছি নিয়ে গিয়েছে ৷ অন্যদিকে ‘সাতভাই চম্পা’, ‘ভানুমতীর খেল’, ‘ফাগুন বউ’ ধারাবাহিকের অভিনেত্রী মধুবনী এখন কাজ থেকে অনেক দূরে উপভোগ করছেন মাতৃত্ব ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2021 7:15 PM IST