Madhubani Goswami: মেঘলা দিনে ‘শাওন রাতে যদি’ গেয়ে ছেলেকে ঘুমপাড়ানো,সুপারহিট মধুবনীর ভিডিয়ো

Last Updated:

শিশুসন্তানের জন্য শ্যুটিংফ্লোর থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে অভিনেত্রী মধুবনী (Madhubani Goswami) খুব সক্রিয় ও জনপ্রিয় ৷ ছেলে কেশবের সঙ্গে নিজের ছবি ও ভিডিয়ো প্রায়ই শেয়ার করেন ৷ নেটিজেনদের শুভেচ্ছায় ভরে যায় তাঁর প্রোফাইল ৷

কলকাতা : অতীতের তোরা এখন ব্যস্ত মা৷ দিনের প্রায় পুরোটাই কাটে ছেলেকে নিয়ে ৷ শিশুসন্তানের জন্য শ্যুটিংফ্লোর থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে অভিনেত্রী মধুবনী (Madhubani Goswami) খুব সক্রিয় ও জনপ্রিয় ৷ ছেলে কেশবের সঙ্গে নিজের ছবি ও ভিডিয়ো প্রায়ই শেয়ার করেন ৷ নেটিজেনদের শুভেচ্ছায় ভরে যায় তাঁর প্রোফাইল ৷
রবিবার বিকেলে একটি ভিডিয়ো শেয়ার করেন মধুবনী ৷ সেখানে তিনি ছোট্ট কেশবকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন ৷ ছেলেকে দোলা দিতে দিতে মধুবনীর গাইছেন, ‘শাওন রাতে যদি’ ৷ দেবদাস ছবিতে মান্না দে-এর কণ্ঠে অমর এই গানটিই তাঁর ছেলের ছেলের ঘুমপাড়ানিয়া ৷
advertisement
এর আগেও ঘুমপাড়ানি গানের ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ সেটার মতো এটিও নেটিজেনদের বাহবা পেয়েছে ৷ নিজেদের ভাললাগা ফেসবুকের মন্তব্যবাক্সে জানাতেও কার্পণ্য করেননি নেটিজেনরা ৷ চলতি বছর এপ্রিলে মধুবনী এবং রাজার সংসারে নতুন অতিথি এসেছে ৷ ছেলের নাম রেখেছেন কেশব ৷
advertisement
বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি রাজা (Raja Goswami) ও মধুবনীর আলাপ কাজের সূত্রেই ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোরা ৷ চূড়ান্ত জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি ৷ এখনও অনেক দর্শক তাঁদের ওই নামেই চেনেন ৷
এর পর বহু ধারাবাহিকে অভিনয় করেছেন দু’জনে ৷ বর্তমানে রাজা অভিনয় করছেন ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ‘রূপাঞ্জন’ চরিত্রে ৷ কৌতুকের ছোঁয়া এই চরিত্রটিকে দর্শকদের মনের কাছকাছি নিয়ে গিয়েছে ৷ অন্যদিকে ‘সাতভাই চম্পা’, ‘ভানুমতীর খেল’, ‘ফাগুন বউ’ ধারাবাহিকের অভিনেত্রী মধুবনী এখন কাজ থেকে অনেক দূরে উপভোগ করছেন মাতৃত্ব ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami: মেঘলা দিনে ‘শাওন রাতে যদি’ গেয়ে ছেলেকে ঘুমপাড়ানো,সুপারহিট মধুবনীর ভিডিয়ো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement