Madhubani Goswami : জন্মাষ্টমী, নন্দোৎসব কাটিয়ে তাঁর ছেলে কেশবের মুখ নেটিজেনদের দেখালেন মধুবনী

Last Updated:

অবশেষে দৃঢ় সঙ্কল্প থেকে সরে এসে কিছুটা নমনীয় হলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami) ৷ সমাজমাধ্যমে শেয়ার করলেন তাঁর ছেলের মুখের ছবি ৷ কয়েক মাস আগেই মা হয়েছেন অভিনেত্রী ৷ ছেলের সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন ইতিমধ্যেই ৷ কিন্তু কোনও ছবিতেই শিশুর মুখ দেখা যায়নি ৷

কলকাতা : অবশেষে দৃঢ় সঙ্কল্প থেকে সরে এসে কিছুটা নমনীয় হলেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami) ৷ সমাজমাধ্যমে শেয়ার করলেন তাঁর ছেলের মুখের ছবি ৷ কয়েক মাস আগেই মা হয়েছেন অভিনেত্রী ৷ ছেলের সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন ইতিমধ্যেই ৷ কিন্তু কোনও ছবিতেই শিশুর মুখ দেখা যায়নি ৷
মধুবনী জানিয়েছিলেন তিনি এবং তাঁর স্বামী রাজা ঠিক করেছিলেন, ছেলের মুখের ছবি তাঁরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখাবেন না ৷ যে সেলেবরা শিশুদের ছবি পোস্ট করেন, তাঁদের কথা আলাদা ৷ কিন্তু তাঁরা শেয়ার করবেন না ৷ যদিও বহু নেটিজেন অনেক বার ছোট্ট কেশবের মুখ দেখতে চেয়েছেন ৷ কিন্তু এত দিন অবধি তাঁদের নিরাশ হতে হয়েছিল ৷ মধুবনী জানিয়েছিলেন যথা সময়ে তিনি কেশবের মুখের ছবি নেটিজেনদের দেখাবেন ৷ অতঃপর সেই ‘যথাসময়’ এল ৷ রবিবার সন্ধ্যাবেলা মধুবনী শেয়ার করলেন তাঁর একরত্তি ‘কেশব’-এর ভিডিয়ো ৷ খুদে সেখানে চেষ্টা করছে হামাগুড়ি দেওয়ার ৷
advertisement
advertisement
কয়েক মাস আগে মা হয়েছেন মধুবনী ৷ আপাতত কেশবকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তাঁর সময় ৷ অভিনয় থেকে বহুদূরে মধুবনী উপভোগ করছেন মাতৃত্ব ৷ জানিয়েছেন, এখনই কাজে ফিরছেন না তিনি ৷ সন্তানের পাশাপাশি ব্যস্ত আছেন নিজের বিউটি সালোঁ নিয়েও ৷
কোভিড পরিস্থিতিতে কেশবকে নিয়ে বিশেষ সতর্কতা নিয়েছেন মধুবনী ৷ ছেলের জন্য কোনও আয়া রাখেননি ৷ সব কাজ করছেন নিজের হাতেই ৷ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ছেলের অন্নপ্রাশনও বড় করে আয়োজন করবেন না ৷ কারণ ভিড় থেকে দূরেই রাখতে চান নবজাতককে ৷
advertisement
তবে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের টুকরো কোলাজের ছবি মাঝে মধ্যেই দেন মধুবনী ৷ ছেলের সঙ্গে নিজের ছবি শেয়ার করেই সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ তবে সেখানে তাঁর কেশবের মুখ দেখা যাচ্ছে না ৷ তার পর অন্য পোস্টে শেয়ার করেছেন কেশবের ভিডিয়ো ৷
মধুবনীর প্রতি পোস্টেই নেটিজেনদের উচ্ছ্বাস দেখার মতো ৷ স্বভাবতই ব্যতিক্রমী নয় কেশবের হামাগুড়িও ৷ মধুবনী জনিয়েছেন, নেটিজেনদের দাবি মেনেই শেয়ার করলেন কেশবের মুখের ছবি ৷ তাঁদের ইচ্ছে পূর্ণ হওয়ায় খুশি নেটিজেনরাও ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami : জন্মাষ্টমী, নন্দোৎসব কাটিয়ে তাঁর ছেলে কেশবের মুখ নেটিজেনদের দেখালেন মধুবনী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement