Madhubani Goswami : সিঁথিতে চওড়া সিঁদুর, সালঙ্কারা মধুবনীর ‘ভাত-কাপড়’ অনুষ্ঠানের ছবি ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা

Last Updated:

জুটি তৈরি হয় পর্দায় ৷ কিন্তু পর্দার বাইরেও জুটি হয়েই থেকে যাওয়া, সেটা সম্ভব হয় গুটিকয়েক ক্ষেত্রেই ৷ যেমন সম্ভব হয়েছে মধুবনী (Madhubani Goswami) ও রাজার (Raja Goswami) সঙ্গে ৷

কলকাতা :  জুটি তৈরি হয় পর্দায় ৷ কিন্তু পর্দার বাইরেও জুটি হয়েই থেকে যাওয়া, সেটা সম্ভব হয় গুটিকয়েক ক্ষেত্রেই ৷ যেমন সম্ভব হয়েছে মধুবনী (Madhubani Goswami) ও রাজার (Raja Goswami) সঙ্গে ৷ বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি রাজা ও মধুবনীর আলাপ কাজের সূত্রেই ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোড়া৷ তুমুল জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি ৷ এখনও অনেক দর্শক তাঁদের ওই নামেই চেনেন ৷
পর্দার বাইরেও চুটিয়ে দাম্পত্য উপভোগ করছেন তাঁরা ৷ সামাজিক মাধ্যমে প্রায়ই ছবি শেয়ার করেন পারিবারিক পরিসরের ৷ তবে এখন মধুবনীর প্রোফাইল জুড়ে থাকে তাঁর ছেলের ছবি ৷ সম্প্রতি তিনি শেয়ার করেছিলেন তাঁর বৌভাতের সকালের মুহূর্ত ৷ সেখানে হাল্কা সবুজ রঙের শাড়ি পরে হাসিমুখে মধুবনী ৷ সিঁথিতে চওড়া সিঁদুর ৷ প্রথা মেনে তাঁর হাতে নতুন শাড়ি ও গয়না তুলে দিচ্ছেন স্বামী রাজা ৷ রাজার আর এক হাতে ধরা বড় থালা ৷ সেখানে ভাতের চূড়া ঘিরে সাজানো রকমারি পদ ৷ নববিবাহিত স্ত্রীর আজীবনের ‘ভাতকাপড়ের দায়িত্ব’ নিলেন তিনি ৷ মধুবনীর পোস্ট ভেসে গিয়েছে শুভেচ্ছা ও অভিনন্দনে ৷
advertisement
advertisement
২০১০-এ প্রথম আলাপ রাজা-মধুবনীর ৷ তবে কাজের জায়গা ‘ভালবাসা ডট কম’ হলেও খুব সহজে প্রেমের সূত্রপাত হয়নি ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথমে কিছুটা রেষারেষির সম্পর্কই ছিল ৷ ধারাবাহিকের সেটেও একে অন্যকে এড়িয়ে চলতেন ৷ পরে গ্রামাঞ্চলে যাত্রা করতে গিয়ে বন্ধুত্ব গাঢ় হয় ৷ সেখান থেকেই প্রেম ৷ বিয়ে ২০১৭ সালে ৷ চলতি বছরে সংসারে এসেছে নতুন অতিথি ৷ একরত্তি ছেলেকে ঘিরে আবর্তিত হচ্ছে জনপ্রিয় জুটির পৃথিবী ৷ তার মাঝেই পুরনো ছবিতে নস্টালজিক তাঁরা দুজনেই ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami : সিঁথিতে চওড়া সিঁদুর, সালঙ্কারা মধুবনীর ‘ভাত-কাপড়’ অনুষ্ঠানের ছবি ঘিরে উচ্ছ্বসিত নেটিজেনরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement