'হামি ২'-র গানে 'ফ্লায়িং কিস', 'ওহ লাভলি'! মদনের ম্যাজিকে সুপারহিট খুদেদের গান

Last Updated:

অভিনব পদ্ধতিতে শিশুদের গানকে আরও মজাদার করে তুলল উইন্ডোজ প্রোডাকশনস। নতুন এই রিলে দেখা গেল, নাতির সঙ্গে হেঁটে আসছেন তৃণমূল নেতা। মদনের পরনে ধূতি, পাঞ্জাবী।

#কলকাতা: এ বার 'হামি ২'-এর গানে মদন মিত্রর ম্যাজিক, 'ওহ লাভলি'! বুধবার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবির প্রচারের জন্য একটি রিল ভিডিও বানান মদন। নিজের নাতি বুবাবার সঙ্গে শিশুদের মুক্তির গান গাইলেন তিনি। উইন্ডোজ প্রোডাকশনসের সুপারহিট ছবি 'হামি'-র সিক্যুয়েলের নতুন গান 'নো চাপ' ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে বাংলার দর্শকদের মধ্যে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা এবং সুর মুগ্ধ করেছে শ্রোতাদের।
সেই গানের প্রচারে আরও এক মাত্রা যোগ করার জন্য এ বার বর্তমানের সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বের উপস্থিতি!
advertisement
advertisement
অভিনব পদ্ধতিতে শিশুদের গানকে আরও মজাদার করে তুলল উইন্ডোজ প্রোডাকশনস। নতুন এই রিলে দেখা গেল, নাতির সঙ্গে হেঁটে আসছেন তৃণমূল নেতা। মদনের পরনে ধূতি, পাঞ্জাবী। বুবাবা সেজেছে টিশার্ট, জিনস। মদনের চোখে পাঞ্জাবীর রঙের সঙ্গে মিলিয়ে রোদচশমা।
advertisement
'নো চাপ' গানের সঙ্গে ঠোঁট মেলালেন দাদু-নাতির জুটি। আর বললেন, ভিডিওর শুরুতে মদনের ভয়েস ওভারে শোনা গেল, 'আমি মদন মিত্র, আমার পক্ষ থেকে সকলের জন্য অনেক অনেক হামি, ও লাভলি!' সঙ্গে আবার 'ফ্লাইয়িং হামি'ও দিলেন তিনি। রিল পোস্ট করে মদন লিখলেন, 'চাপ নিয়ে আর নেই কোনও লাভ, তাই চলো সবাই মিলে বলে উঠি নো চাপ... ও লাভলি! নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও উইন্ডোজকে হামির জন্য অনেক শুভেচ্ছা।'
advertisement
বোধিসত্ত্ব বিশ্বাস ওরফে ‘ভুটু ভাইজানে’র চরিত্রে ব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিনয় প্রত্যেকের মন ছুঁয়ে গিয়েছিল। এ বার 'হামি ২'-এ অন্য তিন খুদের রসায়ন দেখবে দর্শক। চিনু, ভেঁপু আর রুকসানার ভূমিকায় অভিনয় করেছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'হামি ২'-র গানে 'ফ্লায়িং কিস', 'ওহ লাভলি'! মদনের ম্যাজিকে সুপারহিট খুদেদের গান
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement