Tithi Basu: চমকে দেওয়া খবর! চুপিসাড়ে কি বিয়ে সারলেন 'মা' সিরিয়ালের ঝিলিক? সিঁদুরদানের মুহূর্ত ভাইরাল হতেই...!

Last Updated:

Tithi Basu: তবে কি ভালবাসা দিবসের আগেই গোপনে বিয়ে সেরে নিলেন মা সিরিয়াল খ্যাত অভিনেত্রী ঝিলিক, ছবি দেখেই জল্পনা শুরু হয়েছে৷

চুপিসাড়ে কি বিয়ে সারলেন মা সিরিয়ালের ঝিলিক?
চুপিসাড়ে কি বিয়ে সারলেন মা সিরিয়ালের ঝিলিক?
প্রেমের সপ্তাহে বিরাট চমক দিলেন মা সিরিয়াল খ্যাত ঝিলিক৷ একটি ভিডিও পোস্ট করে রাতারাতি শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না, সিঁথি ভর্তি সিঁদুর পরে নববধূর রূপে সকলকে চমকে দিয়েছেন তিথি৷ তবে কি ভালবাসা দিবসের আগেই গোপনে বিয়ে সেরে নিলেন অভিনেত্রী, ছবি দেখেই জল্পনা শুরু হয়েছে৷
বিয়ের মরশুমে একাধিক তারকারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, এর মধ্যেই তিথির বিয়ের ঝলক দেখে ঘুম উড়েছে ভক্তদের৷ কাউকে কিছু না জানিয়ে এতটা গোপনে তিনি কীভাবে বিয়ে করলেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ নববধূর রূপে তিথিকে দেখে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
লাল টুকটুকে বেনারসি, জারদৌসি কাজ করা লাল ব্লাউজ, মাথায় লাল ওড়না, গলা ভর্তি সোনার হার, নাকে নথ, কানে ঝুমকো, মাথাপট্টি পরে একেবারে নতুন বউ ঝিলিক৷ তবে সত্যিকারের বিয়ে নাকি ফোটোশ্যুট তা খোলসা করেননি অভিনেত্রী৷ তবে তিথি আরও বড় চমক দিয়ে এটুকু বলেছেন, ‘সঙ্গে থাকুন , অপেক্ষা করুন’৷ যা থেকে অনেকেই মনে করছেন নতুন কোনও ভিডিও নিয়েই আসতে চলেছেন নায়িকা৷ তবে পুরো বিষয়টা নিয়েই স্পিকটি নট তিথি৷
advertisement

View this post on Instagram

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

advertisement
আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের মন্ডপে বান্ধবী তাকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করছেন বিয়ে করিস না৷ কিন্তু তিনি নাছোড়বান্দা৷ সেই ভিডিও পোস্ট করেও তিথি লেখেন- কেমন বন্ধু যে বিয়েই করতে দেবে না৷ তবে ভালবাসার সপ্তাহে তিথির এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড়৷ দীর্ঘদিন রিলেশনশিপে ছিলেন ঝিলিক৷ তবে বছর দেড়েক আগেই তা ভেঙে যায়৷ তারপর থেকে সেভাবে আর কারোর সঙ্গে নাম জড়ায়নি নায়িকার৷ উল্লেখ্য, বর্তমানে এখন ছোটপর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি, তবে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচন্ডই অ্যাক্টিভ৷ ভক্তদের ধরে রাখতে প্রতিটা মুহূর্ত তিনি নিজের আপডেট দিয়েই চলেছেন৷ তেমনই বিয়ের ছবি-ভিডিওতে চমকে দিলেন সকলকে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tithi Basu: চমকে দেওয়া খবর! চুপিসাড়ে কি বিয়ে সারলেন 'মা' সিরিয়ালের ঝিলিক? সিঁদুরদানের মুহূর্ত ভাইরাল হতেই...!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement