Tithi Basu: চমকে দেওয়া খবর! চুপিসাড়ে কি বিয়ে সারলেন 'মা' সিরিয়ালের ঝিলিক? সিঁদুরদানের মুহূর্ত ভাইরাল হতেই...!

Last Updated:

Tithi Basu: তবে কি ভালবাসা দিবসের আগেই গোপনে বিয়ে সেরে নিলেন মা সিরিয়াল খ্যাত অভিনেত্রী ঝিলিক, ছবি দেখেই জল্পনা শুরু হয়েছে৷

চুপিসাড়ে কি বিয়ে সারলেন মা সিরিয়ালের ঝিলিক?
চুপিসাড়ে কি বিয়ে সারলেন মা সিরিয়ালের ঝিলিক?
প্রেমের সপ্তাহে বিরাট চমক দিলেন মা সিরিয়াল খ্যাত ঝিলিক৷ একটি ভিডিও পোস্ট করে রাতারাতি শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি সোনার গয়না, সিঁথি ভর্তি সিঁদুর পরে নববধূর রূপে সকলকে চমকে দিয়েছেন তিথি৷ তবে কি ভালবাসা দিবসের আগেই গোপনে বিয়ে সেরে নিলেন অভিনেত্রী, ছবি দেখেই জল্পনা শুরু হয়েছে৷
বিয়ের মরশুমে একাধিক তারকারা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, এর মধ্যেই তিথির বিয়ের ঝলক দেখে ঘুম উড়েছে ভক্তদের৷ কাউকে কিছু না জানিয়ে এতটা গোপনে তিনি কীভাবে বিয়ে করলেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ নববধূর রূপে তিথিকে দেখে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা৷ ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
লাল টুকটুকে বেনারসি, জারদৌসি কাজ করা লাল ব্লাউজ, মাথায় লাল ওড়না, গলা ভর্তি সোনার হার, নাকে নথ, কানে ঝুমকো, মাথাপট্টি পরে একেবারে নতুন বউ ঝিলিক৷ তবে সত্যিকারের বিয়ে নাকি ফোটোশ্যুট তা খোলসা করেননি অভিনেত্রী৷ তবে তিথি আরও বড় চমক দিয়ে এটুকু বলেছেন, ‘সঙ্গে থাকুন , অপেক্ষা করুন’৷ যা থেকে অনেকেই মনে করছেন নতুন কোনও ভিডিও নিয়েই আসতে চলেছেন নায়িকা৷ তবে পুরো বিষয়টা নিয়েই স্পিকটি নট তিথি৷
advertisement

View this post on Instagram

A post shared by Tithi Basu (@c_h_i_r_p_s)

advertisement
আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের মন্ডপে বান্ধবী তাকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করছেন বিয়ে করিস না৷ কিন্তু তিনি নাছোড়বান্দা৷ সেই ভিডিও পোস্ট করেও তিথি লেখেন- কেমন বন্ধু যে বিয়েই করতে দেবে না৷ তবে ভালবাসার সপ্তাহে তিথির এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড়৷ দীর্ঘদিন রিলেশনশিপে ছিলেন ঝিলিক৷ তবে বছর দেড়েক আগেই তা ভেঙে যায়৷ তারপর থেকে সেভাবে আর কারোর সঙ্গে নাম জড়ায়নি নায়িকার৷ উল্লেখ্য, বর্তমানে এখন ছোটপর্দা থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি, তবে সোশ্যাল মিডিয়ায় তিনি প্রচন্ডই অ্যাক্টিভ৷ ভক্তদের ধরে রাখতে প্রতিটা মুহূর্ত তিনি নিজের আপডেট দিয়েই চলেছেন৷ তেমনই বিয়ের ছবি-ভিডিওতে চমকে দিলেন সকলকে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tithi Basu: চমকে দেওয়া খবর! চুপিসাড়ে কি বিয়ে সারলেন 'মা' সিরিয়ালের ঝিলিক? সিঁদুরদানের মুহূর্ত ভাইরাল হতেই...!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement