Shahrukh Khan: এই ক্যাফেতে প্রেমের শুরু শাহরুখ-গৌরির, আপনিও ঘুরে আসতে পারেন দিল্লি গেলে, রইল ঠিকানা

Last Updated:

Shahrukh Khan: কাফেটির নাম হল ‘নিরুলাস’। কনট প্লেসে গেলেই দেখা মিলবে এই নামকরা কাফের। ফলে যাঁরা দিল্লিতে থাকেন কিংবা কাজে দিল্লি যাবেন, তাঁরা এক বার ঘুরে আসতেই পারেন এই কাফেতে।

শাহরুখ খান-গৌরি খান।
শাহরুখ খান-গৌরি খান।
কলকাতা: একঘেয়ে জীবন এবং ব্যস্ততায় হাঁপিয়ে উঠে মাঝেমধ্যেই আমরা ভ্রমণে বেরিয়ে পড়ি। কিন্তু বাইরে কোথাও ভ্রমণ বেশ সময়সাপেক্ষ এবং খরচসাপেক্ষ ব্যাপারও বটে। তবে সব সময় তো আর ছুটি পাওয়া যায় না। সেই কারণে একটু বিরতির খোঁজে মন ভাল রাখার তাগিদে বেরিয়ে পড়া যেতেই পারে নিজের শহরের আনাচেকানাচে। আরও ভাল করে চিনে নেওয়া যেতে পারে নিজের শহরটাকেই। সেই কারণে উইকেন্ডে অনেকেই চলে যান শহরের নামীদামি রেস্তোরাঁ এবং কাফেগুলিতে। আজ এমনই একটা কাফের গল্প বলা যাক।
দিল্লি শহরের প্রাণকেন্দ্রেই এই কাফের অবস্থান। এই কাফেই বুনে দিয়েছিল বলিউডের বাদশা শাহরুখ খানের জীবনের প্রেমের কাহিনীও। ফলে বোঝাই যাচ্ছে যে, এই কাফেটি বেশ জনপ্রিয়। আর এখানে পা পড়েছে সেলিব্রিটিদের। কাফেটির নাম হল ‘নিরুলাস’। কনট প্লেসে গেলেই দেখা মিলবে এই নামকরা কাফের। ফলে যাঁরা দিল্লিতে থাকেন কিংবা কাজে দিল্লি যাবেন, তাঁরা এক বার ঘুরে আসতেই পারেন এই কাফেতে।
advertisement
আরও পড়ুনঃ ঘনীভূত ঘূর্ণাবর্ত! রাজ্যের আমূল ভোলবদল, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব? জানুন
বহু পুরনো এই কাফেটিকে কনট প্লেস অঞ্চলের প্রথম কাফে বলে মনে করা হয়। নিরুলাস কাফের মালিক সুমেধা সিঙ্গলের কথায়, ১৯৭৭ সালে চালু হয়েছিল এই কাফেটি। তখনকার দিনে দিল্লির প্রথম ফাস্ট ফুড রেস্তোরাঁ ছিল এটিই। সুমেধার আরও দাবি, বর্তমান স্ত্রী তথা তৎকালীন প্রেমিকা গৌরী খানের সঙ্গে হামেশাই এখানে আসতেন অভিনেতা শাহরুখ খান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গভীর রাত থেকেই প্রবল বৃষ্টির আশঙ্কা, তোলপাড় হবে উত্তর-দক্ষিণের ‘এই’ জেলাগুলি
ফলে এই কাফেকে কিং খানের প্রেমের সাক্ষীও বলা যেতে পারে। শুধু তা-ই নয়, দিল্লিতে এলেই অন্যান্য তারকারাও ঢুঁ মারেন নিরুলাস-এ। সুস্মিতা সেন, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, অনুপম খের, সোনম কাপুর, অনন্যা পাণ্ডে, আমিশা প্যাটেল, মনীশ পলের মতো তারকাদের দেখা গিয়েছে এই কাফেতে। এমনকী এখানকার চকোলেট ফাজ প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের বড়ই প্রিয়!
advertisement
কিন্তু কীভাবে পৌঁছনো যাবে এই কাফেটিতে? এখানে আসার জন্য ব্লুলাইন মেট্রো ধরে রাজীব চক স্টেশনে পৌঁছতে হবে। এর পর ওই স্টেশন থেকে ৫ নম্বর গেট দিয়ে বেরোতে হবে। ওই গেটের কিছুটা দূরে এম ব্লকেই রয়েছে নিরুলাস। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, এটি সপ্তাহের ৭ দিনই খোলা থাকে। আর সকাল ১১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত খোলা থাকে দেশের সবথেকে পুরনো ফাস্টফুড চেন – নিরুলাস।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shahrukh Khan: এই ক্যাফেতে প্রেমের শুরু শাহরুখ-গৌরির, আপনিও ঘুরে আসতে পারেন দিল্লি গেলে, রইল ঠিকানা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement