#কলকাতা: বড় অস্থির, অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা সমাজ। বড় কঠিন, বড় রূঢ় বাস্তব পরিস্থিতি... মারণ ভাইরাস করোনার ত্রাসে বিধ্বস্ত গোটা দেশ-সহ বাংলা। দীর্ঘ লকডাউনে স্তব্ধ জনজীবন। অর্থনৈতিক পরিকাঠামোর পিঠ দেওয়ালে ঠেকেছে! মানুষ যখন একটু একটু করে ফের একবার লড়াই করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দুঃস্বপ্নের মত আছড়ে পড়ল ভয়াল ঘূর্ণিঝড় আমফান। লণ্ডভণ্ড হয়ে গেল গোটা বাংলা, ছারখার মানুষের জীবন-জীবিকা-ভিটে-মাটি-আশা-ভরসা।
এই ভয়ঙ্কর সময়ে সবথেকে বড় প্রয়োজন বোধহয় একে অপরের পাশে থাকা, বন্ধুত্ব- স্নেহ- ভালবাসার আগলে আশপাশের মানুষকে বেঁধে রাখা! সেই অনুভূতিতেই খানিকটা অনুঘটকের কাজ করল লোপামুদ্রা মিত্রর সদ্য প্রকাশিত সোলো 'সুর'! জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আত্মশুদ্ধির গান গেয়েছেন লোপামুদ্রা। সঙ্গীতায়োজন জয় সরকারের, কথা ও সুর শঙ্খমালা রায়ের। এর আগে নিজের জন্য গান লিখেছেন, এই প্রথম অন্য কোনও শিল্পীর জন্য কলম ধরলেন পেশায় প্রফেসর শঙ্খমালা। তাঁর ভাষায়, '' এই গান যেন মন্ত্র, প্রার্থনাসঙ্গীত'! একই মত লোপামুদ্রারও, '' এই অস্থির সময়ে 'সুর' আমার কাছে প্রার্থনাসঙ্গীতের মতো। পৃথিবীকে, আত্মাকে, মনকে শুদ্ধ করার গান!''
শুনে নিন 'সুর'গানটির ডিজিটাল লঞ্চের মুহূর্তটিও ছিল নজরকাড়া! 'সুর'-এর সঙ্গে জড়িত প্রতিটি মানুষ 'ভার্চুয়াল'-ই হাজির তো ছিলেনই, পাশাপাশি ছিলেন লোপামুদ্রা ও জয়ের সমস্ত কাছের মানুষ, যাঁরা এতদিন কোনও না কোনওভাবে সঙ্গে থেকেছেন, পাশে দাঁড়িয়েছেন!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Joy sircar, Lopamudra Mitra