Lopamudra Mitra : তুলে দিলেন এক মাসের খাবার, কর্মহীন বিপন্ন কাঁথাশিল্পীদের পাশে গায়িকা

Last Updated:

সংস্থার তরফে শিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) দুঃস্থ কাঁথাশিল্পীদের হাতে তুলে দিলেন চাল, ডাল, সয়াবিন, বিস্কুট-সহ এক মাসের খাবার ৷ সঙ্গে ছিল কাপড়ও ৷

কলকাতা : ঘরসংসার সামলে কাপড়ে সুতোয় কাঁথা-ফোঁড় ৷ সেই উপার্জনেই মূলত চলত সংসার ৷ অতিমারি ও লকডাউনের কোপ পড়েছে কাজে ৷ ফলে অজস্র কাঁথাশিল্পী আজ বিপন্ন ৷ তাঁদেরই একজন মেহেরুন্নিসা ৷ তাঁর বাড়ি বীরভূমের ভেরেন্দা গ্রামে ৷ তাঁর মতোই বিপাকে পড়েছেন স্থানীয় আরও কয়েক জন কাঁথাশিল্পী ৷ তাঁদের পাশে চারণ ফাউন্ডেশন ৷
সংস্থার তরফে শিল্পী লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra) দুঃস্থ কাঁথাশিল্পীদের হাতে তুলে দিলেন চাল, ডাল, সয়াবিন, বিস্কুট-সহ এক মাসের খাবার ৷ সঙ্গে ছিল কাপড়ও ৷ তাঁদের উদ্যোগ ও কর্মসূচি ফেসবুকে পোস্ট করেছেন লোপামুদ্রা ৷ লিখেছেন, তাঁদের তরফে ২০ জন কাঁথাশিল্পীর পরিবারকে সাহায্য করা হয়েছে ৷ গায়িকার কথায়, শিল্পী ও শিল্প বাঁচিয়ে রাখতে ‘চারণ’ প্রতিজ্ঞাবদ্ধ ৷ পাশে থাকার জন্য আবেদন করেছেন নেটিজেনদের কাছে ৷
advertisement
advertisement
গত বছরও অতিমারি ও লকডাউন পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল ‘চারণ’ ৷ এ বছরও সেই ধারা পালন করা হয়েছে ৷ তবে এই কর্মসূচির মধ্যেও নিজেকে ‘ত্রাতা’ ভাবতে ভালবাসেন না লোপামুদ্রা ৷ বরং মনে করেন, তিনি সাহায্য পৌঁছে দিচ্ছেন দুর্গতদের কাছে ৷ গত বছর আমফানের পরও বিপন্নদের জন্য বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত ৷ এ বার ‘ইয়াস’-এর পরও তাঁর সেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি ৷  সহযোগীদের নিয়ে পূর্ব মেদিনীপুরের জুনপুট অঞ্চলের চারটি গ্রামে পৌঁছ গিয়েছিলেন তিনি ৷ বিরামপুর, বগুরান জলপাই, রঘুসর্দার বগুরান এবং হরিপুর ৷ ঘূর্ণিঝড়ধ্বস্ত এই চার জনপদের প্রায় ৩০০ পরিবারের হাতে তুলে দিলেন অত্যাবশ্যকীয় কিছু জিনিস ৷ তার মধ্যে চাল, ডাল, সয়াবিন, বিস্কুট যেমন ছিল, সেরকমই ছিল জিয়োলিন এবং জামাকাপড় ৷
advertisement
সাহায্য নিয়ে ইয়াসবিধ্বস্তদের মাঝে পৌঁছে যাওয়ার পাশাপাশি করোনারোগীদেরও জন্যও ভেবেছেন লোপামুদ্রা ৷ ভার্চুয়াল গান-আড্ডায় সময় কাটিয়েছেন নিভৃতবাসে থাকা রোগীদের সঙ্গে ৷ চেষ্টা করেছেন মুশকিল আসান হয়ে নিভৃতবাসীদের মন ভাল রাখার ৷
জুন মাসে চারণ ফাউন্ডেশন গিয়েছিল পূর্ব মেদিনীপুরের রসুলপুর ও হরিপুরে ৷ ইয়াসতাণ্ডবে মাত্র আড়াই ঘণ্টায় এই দু’টি জায়গা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ৷ সমুদ্রের জলোচ্ছ্বাসে দু’টি জায়গাই চলে গিয়েছিল ৮ থেকে ১১ ফুট জলের নীচে ৷ সব হারিয়ে মানুষ আবার ফিরে আসার চেষ্টা করছে শূন্য থেকে শুরু করে ৷ তাঁদের ঘুরে দাঁড়ানোর সেই সংগ্রামের শরিক হতে হাজির ছিলেন লোপামুদ্রা মিত্র তথা চারণ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lopamudra Mitra : তুলে দিলেন এক মাসের খাবার, কর্মহীন বিপন্ন কাঁথাশিল্পীদের পাশে গায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement