Sahaj Parav: গানপ্রেমীদের জন্য সুখবর, হিমালয়ান ফোক থেকে বাংলার গীতগোবিন্দ, শহরে ফিরছে 'সহজ পরব'
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Sahaj Parav: হিমালয়ান ফোক থেকে বাংলার গীতগোবিন্দ, ওড়িশার গুটিপুয়া থেকে রাজস্থানের চারি, কালবেলিয়া, করোনা কালের পর শহরে ফিরছে সহজ পরব ।আগামী ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে সহজ পরব এর ষষ্ঠ সংস্করণ।
হিমালয়ান ফোক থেকে বাংলার গীতগোবিন্দ, ওড়িশার গুটিপুয়া থেকে রাজস্থানের চারি, কালবেলিয়া, করোনা কালের পর শহরে ফিরছে সহজ পরব ।আগামী ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ভারতীয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে সহজ পরব এর ষষ্ঠ সংস্করণ। প্রাণের শহর কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে অন্যতম এই ‘সহজ পরব’।
দোহার এবং লোপামুদ্রা মিত্র প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে হিমালয়ান ফোক থেকে বাংলার গীতগোবিন্দ, ওড়িশার গুটিপুয়া, রাজস্থানের চারি, কালবেলিয়া- ছন্দে সুরে তৈরি করবে ঐকতান।দুদিনের এই পরবের প্রথম দিন এই বাংলার বর্ষীয়ান শিল্পী অনাথবন্ধু ঘোষ সম্বর্ধিত হবেন, পরিবেশন করবেন গীতগোবিন্দ, থাকছে ওড়িশার গুটিপুয়া নৃত্য। মহারাস্ট্রের গোন্ধালী পরিবেশন করবেন হরিদাস সিন্ডে। দ্বিতীয় দিন রাজস্থানের লোকসঙ্গীত নিয়ে আসছেন বুন্দু খান ও তাঁর দল। পরিবেশিত হবে চারি, কালবেলিয়া, কাচি ঘোড়ি নৃত্য ইত্যাদি।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
দ্বিতীয় দিনের শেষ নিবেদন, জনপ্রিয় তরুণ শিল্পী বিপুল ছেত্রী এন্ড দ্যা ট্র্যাভেলিং ব্যান্ড পরিবেশিত লোকসংগীত। ২০১৪ সালে লোপামুদ্রা মিত্র এবং কালিকাপ্রসাদ ভট্টাচার্যের নেতৃত্বে দোহারের নানা আলোচনা এবং পরিকল্পনার ফলস্বরূপ জন্ম নিয়েছিল ‘সহজ পরব’। সেই অর্থে এ বছর সহজ পরব দশ বছরে পড়লো। নানা বাধা পেরিয়ে শেষে করোনার কবল থেকে মুক্ত হয়ে এই উৎসব শীতের শেষে এক ঝলক বসন্তের বাতাস নিয়ে হাজির হচ্ছে শহরের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে। এই উদ্যোগের লক্ষ্য উপমহাদেশের লোকশিল্পের ধারা গুলির উদযাপনের মধ্যে দিয়ে তার প্রচার ও প্রসার ঘটানো। এই প্রজন্মের শ্রোতা-দর্শকদের মধ্যে নানান লোকশিল্প সম্পর্কে আগ্রহ বাড়ানো এবং এমন একটি মঞ্চ নির্মাণ করা যেখানে দেশের নানা প্রান্তের লোকশিল্পীদের পাশাপাশি জনপ্রিয় লোকশিল্পীদেরও এক ছাদের নীচে আনা সম্ভব।
advertisement
এই আয়োজন নিয়ে লোপামুদ্রা মিত্র জানালেন, ‘সহজ পরব এবছরেও অনেক চমক নিয়ে আসতে চলেছে। মরুদেশের গানের পাশাপাশি হিমালয়ান ফোক, ওড়িশা থেকে মহারাস্ট্র এবং এই বাংলার গীতগোবিন্দ থাকছে এবারের সহজ পরব -এ। এই সকল লোকশিল্পীদের আমরা সম্মান জানাবো, উদযাপন করব তাঁদের শিল্পী সত্তার এই দু-দিনের উৎসবে। আপনার সবাই আসুন, তবেই এই উদ্যোগ সফল হবে।’দোহারের পক্ষে রাজীব দাস বলেন, ‘প্রতি বছরের মতোই এবারো সহজ পরব নিয়ে শ্রোতাদর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ উন্মাদনা তৈরি হয়েছে। আশা করছি এবারেও আমরা সুষ্ঠু ও সফল ভাবে ‘সহজ পরব’ এর উদযাপন সম্পন্ন করতে পারবো। এই কর্মকান্ডে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করি।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2024 5:33 PM IST