Kangana Ranaut: হাতেখড়িতেই সিংহাসন দখল 'ক্যুইন'-এর! নির্বাচনে কুর্সি জয়ের পর কী বললেন আপ্লুত কঙ্গনা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kangana Ranaut: হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা থেকে প্রথমবার বিজেপি-র টিকিট পেয়েছিলেন অভিনেত্রী। রাজনীতির ময়দানে শুরু থেকেই লড়ে গিয়েছিলেন তিনি। আর লড়াই করেই ছিনিয়ে নিলেন জয়।
মান্ডি: বলিউড হোক বা রাজনীতি, সব ক্ষেত্রেই অবাধ বিচরণ তাঁর। বুঝিয়ে দিলেন কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা থেকে প্রথমবার বিজেপি-র টিকিট পেয়েছিলেন অভিনেত্রী। রাজনীতির ময়দানে শুরু থেকেই লড়ে গিয়েছিলেন তিনি। আর লড়াই করেই ছিনিয়ে নিলেন জয়।
বিজয়ী ঘোষিত হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন কঙ্গনা। তিনি বলেন, “আমরা এই নির্বাচন নরেন্দ্র মোদির নামে লড়েছি। এটি তাঁর বিশ্বাসযোগ্যতা এবং তাঁর প্রতি মানুষের বিশ্বাসের ফল যে আমরা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছি…”।
advertisement
advertisement
নিজের অনুগামীদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি কঙ্গনা। ইনস্টাগ্রামে মান্ডির জনগণকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। কঙ্গনা মনে করেন, এই জয় নরেন্দ্র মোদির এবং বিজেপি-র। মান্ডির মানুষের মান-সম্মানের।
advertisement
কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়ে অনুপম খের লেখেন, ‘প্রিয় কঙ্গনা, তোমার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন! তুমি একজন রকস্টার। তোমার যাত্রাটা অনুপ্রেরণামূলক! তোমার জন্য, মান্ডি এবং হিমাচল প্রদেশের জনগণের জন্য খুব খুশি। তুমি বারবার প্রমাণ করছ যে, কেউ যদি মনোযোগী হলে এবং কঠোর পরিশ্রম করলে সব কিছুই করতে পারে! জয় হো!”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 9:34 PM IST