Legendary Actress Death: বিরাট দুঃসংবাদ! চলে গেলেন স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী-নৃত্যশিল্পী, শোকস্তব্ধ বিনোদন দুনিয়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Legendary Actress Death: বিনোদন জগতে ফের শোকের ছায়া৷ প্রয়াত হলেন মেক্সিকান সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী-নৃত্যশিল্পী টঙ্গোলেল৷
বিনোদন জগতে ফের শোকের ছায়া৷ প্রয়াত হলেন মেক্সিকান সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেত্রী-নৃত্যশিল্পী টঙ্গোলেল৷ তাঁর মনোমুগ্ধকর অভিনয় তাকে এমন একজন আইকনে পরিণত করেছে যা আজীবন সকলের হৃদয়ে গাঁথা থাকবে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৩ বছর৷
মেক্সিকোর সংস্কৃতি সচিব টঙ্গোলেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এক্স হ্যান্ডেলে৷ একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। পোস্টে লেখা হয়েছে ‘তার মঞ্চ উপস্থিতি এবং অনন্য স্টাইল তাকে মেক্সিকান বিনোদন জগতে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শান্তিতে বিশ্রাম নিন।’
advertisement
advertisement
ওয়াশিংটনের স্পোকেনে ইয়োলান্ডা আইভন মন্টেস ফারিংটনে জন্মগ্রহণকারী টঙ্গোলেল কিশোর বয়সে সান ফ্রান্সিসকোর নাইটক্লাবে একজন নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। পরে তিনি মেক্সিকো সিটিতে চলে আসেন, যেখানে তিনি একজন জনপ্রিয় ক্যাবারে শিল্পী হয়ে ওঠেন, যেমনটি অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ওয়েবসাইটে তার জীবনীতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
advertisement
টঙ্গোলেলে ২০১৪ সালে অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কখনও ভাবিনি, আমি বিখ্যাত হতে চাই।’ আমি শুধু নাচতে চেয়েছিলাম৷’ আফ্রিকান এবং তাহিতিয়ান নৃত্যশৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে মঞ্চ নামকরণ করা টঙ্গোলেল ১৯৪৮ সালে নকটার্নো দে আমোর এবং লা মুজের দেল ওট্রো নাটকের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর, তিনি হান মাতাডো আ টঙ্গোলেল, একটি সঙ্গীতধর্মী অপরাধ থ্রিলার চলচ্চিত্রে তাঁর ভূমিকার জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন, যেখানে তিনি ডেভিড সিলভা এবং ম্যানুয়েল আরভিদের সঙ্গে অভিনয় করেছিলেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2025 1:54 PM IST