ক্ষেপলেন লেডি গাগা, দেখালেন ‘মিডল ফিঙ্গার’!

Last Updated:

ভালোই ছিলেন লেডি এতদিন ৷ গান-বাজনা, পার্টি-বয়ফ্রেন্ড ৷ এই সব নিয়েই দিব্য কেটে যাচ্ছিল দিন-রাত ৷ হাঠৎ গেলেন ক্ষেপে ৷ গলায়, বুকে রক্ত মেখে, ‘মিডল ফিঙ্গার’ দেখালেন লেডি গাগা! টুক করে ছবি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লেডি গাগা তুলে দিলেন তাঁর নতুন অবতার ৷

#নিউইয়র্ক: ভালোই ছিলেন লেডি এতদিন ৷ গান-বাজনা, পার্টি-বয়ফ্রেন্ড ৷ এই সব নিয়েই দিব্য কেটে যাচ্ছিল দিন-রাত ৷ হাঠৎ গেলেন ক্ষেপে ৷ গলায়, বুকে রক্ত মেখে, ‘মিডল ফিঙ্গার’ দেখালেন লেডি গাগা! টুক করে ছবি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লেডি গাগা তুলে দিলেন তাঁর নতুন অবতার ৷ আর নিয়ম মেনে, গোটা বিশ্বের কাছে ফের চমক দিলেন লেডি! তা হঠাৎ ক্ষেপলেন কেন গাগা? কেনই বা নিলেন এই অবতার!
lady gaga
নয়া নয়া অবতারের জন্য প্রথম থেকেই জনপ্রিয় গাগা ৷ কখনও স্বচ্ছ পোশাকে নগ্নতা প্রদর্শন, তো কখনও শরীরে মাংস ঝুলিয়ে অবাক করে দেওয়া ৷ তবে প্রত্যেক অবতারের পিছনেই ছিল একটা কারণ ৷ এবারও তার ব্যতিক্রম ঘটেনি ৷ গাগা নিজেই জানিয়েছেন, ‘প্যারিস আমার প্রিয় শহর, সেই শহরে জঙ্গি হামলা মেনে নিতে পারছি না ৷ যে জঙ্গিরা প্যারিসে হামলা চালিয়েছে তাদের জন্য রইল গাগার মিডল ফিঙ্গার!’
advertisement
advertisement
শুক্রবার রাতে প্যারিসে জঙ্গি হামলার পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমবেদনা প্রকাশ করেছিলেন এই পপ তারকা ৷ নীল রঙের ইভিনিং গাউন পরে সমর্থন করেছিলেন ‘উই আর নট অ্যাফ্রেড’ প্যারিসের প্রতিবাদকেও ৷ আর এবার মনের ভিতর জমে থাকা রাগকেই বের করলেন ‘মিডল ফিঙ্গার’ অবতারে !
বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্ষেপলেন লেডি গাগা, দেখালেন ‘মিডল ফিঙ্গার’!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement