Arjun Kapoor Break-Up: সম্পর্কে তৃতীয় ব্যক্তি, মালাইকাকে ছেড়ে কৌতুকাভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অর্জুন? বি-টাউন তোলপাড়

Last Updated:

Arjun Kapoor Break-Up: শোনা যাচ্ছে, করণ জোহরের পার্টি থেকেই নাকি বন্ধুত্ব গভীর হয় কুশা কপিলা-অর্জুন কাপুরের।

অর্জুন কাপুর: বলিউড অভিনেতা অর্জুন কাপুরও রয়েছেন এই তালিকায়। এর আভাস বহু বার সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে। বর্তমানে তিনি খান পরিবারের প্রাক্তন বধূ মালাইকার সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। সম্প্রতি মালাইকার গর্ভাবস্থার গুজব ছড়িয়েছিল নেটমাধ্যমে। এই ঘটনায় তীব্র রাগে ফেটে পড়েছিলেন অর্জুন এবং এই সংক্রান্ত প্রতিবেদনের জন্য একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপও করেছেন তিনি।
অর্জুন কাপুর: বলিউড অভিনেতা অর্জুন কাপুরও রয়েছেন এই তালিকায়। এর আভাস বহু বার সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে। বর্তমানে তিনি খান পরিবারের প্রাক্তন বধূ মালাইকার সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। সম্প্রতি মালাইকার গর্ভাবস্থার গুজব ছড়িয়েছিল নেটমাধ্যমে। এই ঘটনায় তীব্র রাগে ফেটে পড়েছিলেন অর্জুন এবং এই সংক্রান্ত প্রতিবেদনের জন্য একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপও করেছেন তিনি।
দিন কয়েক ধরেই বলিপাড়ার অন্দরে ঘুরপাক খাচ্ছে একটা কথা। শোনা যাচ্ছে, অর্জুন-মালাইকার পথ নাকি আলাদা হতে চলেছে। বলিউডের হিট জুটি মাল্লা-অর্জুন। সব সময়েই জুটিতে দেখা যেত তাঁদের। বিদেশ ভ্রমণ হোক বা ঘরের কোণে আদরমাখা ছবি- একে অপরকে ছাড়েননি তাঁরা। কিন্তু এবার তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে সম্পর্কে আগমণ ঘটেছে তৃতীয় ব্যক্তির।
এর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহিত ছিলেন মালাইকা। ১৯৯৮ সালে দু’জনে গাঁটছড়া বাঁধেন। তবে ১৮ বছরের দাম্পত্যে ইতি পড়ে ২০১৬ সালে। একমাত্র সন্তান অরহানের জন্য তাঁরা বজায় রেখেছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কো পেরেন্টিং। বিয়ে ভাঙার পর মালাইকা এখনও পর্যন্ত বিয়ে করেননি। তবে অর্জুনের সঙ্গে তাঁর প্রেম অটুট।
advertisement
advertisement
কফি উইথ করণ-এ এসে অর্জুন জানান, তিনি আর মালাইকা এখনই বিয়ে করতে চান না। বরং মন দিতে চান কেরিয়ারে। তিনি বাস্তববাদী। জানান, অর্থনৈতিক ভাবে আরও মজবুত জায়গায় পৌঁছে তার পরই বিয়ে করতে চান। কারণ তিনি মনে করেন সঙ্গিনীকে তখনই খুশি রাখতে পারবেন যখন তিনি নিজে খুশি থাকবেন। আর তাঁর খুশি থাকা জড়িয়ে কাজের সাফল্যের সঙ্গে। তাহলে বিচ্ছেদ কেন?
advertisement
সোশ্যালমিডিয়া ইনফ্লুয়েন্সর তথা কৌতুকাভিনেত্রী কুশা কপিলার সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই নাকি সম্পর্কে ভাঙন ধরেছে তাঁদের। করণ জোহরের পার্টি থেকেই বন্ধুত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে আবার দিন কয়েক আগেই বিবাহবিচ্ছেদ হয়েছে কুশার। তবে এ নিয়ে কী বলছেন কুশা? না। কোনও শিলমোহর তিনি দেননি। বরং পুরো বিষয়টা হেসে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমার মা আবার এসব খবর পড়ে না ফেলেন…’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arjun Kapoor Break-Up: সম্পর্কে তৃতীয় ব্যক্তি, মালাইকাকে ছেড়ে কৌতুকাভিনেত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন অর্জুন? বি-টাউন তোলপাড়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement