Kunal Sen on Sreela Majumdar: ‘কালো রঙের প্রতি আমাদের কুসংস্কার তাঁকে তাঁর যথাযোগ্য উচ্চতায় পৌঁছতে দেয়নি’, শ্রীলার প্রয়াণে মন্তব্যে লিখলেন মৃণালপুত্র কুণাল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kunal Sen on Sreela Majumdar: তাঁর মতো পারিবারিক বন্ধুকে হারিয়ে মর্মাহত কুণাল সেন৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর শোকবার্তা জানিয়েছেন মৃণালপুত্র
মানসকন্যা তো অবশ্যই৷ সেই পরিচয় ছাপিয়ে শ্রীলা মজুমদার ছিলেন মৃণাল সেনের পরিবারের অঙ্গ৷ বিনোদন জগতে পদার্পণের পর বরেণ্য পরিচালকের হাতেই শিখেছিলেন অভিনয়ের খুঁটিনাটি৷ স্কুলফেরত কিশোরী শ্রীলা চলে যেতেন মৃণালের বাড়িতে৷ তাঁর স্ত্রীর কাছে ওয়ার্কশপ করতেন৷ ওয়ার্কশপের পর খেয়েও নিতেন পরিচালকের পরিবারের সঙ্গেই৷ তাঁর মতো পারিবারিক বন্ধুকে হারিয়ে মর্মাহত কুণাল সেন৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর শোকবার্তা জানিয়েছেন মৃণালপুত্র৷
মৃণালের ছবিতে শ্যুটিংয়ের একটি স্টিল ছবি তিনি শেয়ার করেছেন৷ ক্যাপশনে লিখেছেন ‘‘এই ছবিটা কয়েক দশক আমাদের বাড়ির দেওয়ালে রয়েছে৷ সবে শুনলাম শ্রীলা আর আমাদের মধ্যে নেই৷ তিনি ছিলেন এক অনবদ্য অভিনেত্রী এবং আমাদের পরিবারের ঘনিষ্ঠ সদস্য৷ এই সংবাদ মেনে নেওয়া খুব কঠিন৷’’
advertisement
প্রসঙ্গত আটের দশকের শুরুতে মৃণালের পরিচালনায় ‘পরশুরাম’ এবং ‘একদিন প্রতিদিন’ ছবির মাধ্যমে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ শ্রীলার৷ তার পর তিনি অভিনয় করেছেন ‘খারিজ’, ‘খণ্ডহর’, ‘আকালের সন্ধানে’-সহ একাধিক আইকনিক ছবিতে৷ তবে বাংলা এবং হিন্দি দুই ভাষার সিনেমার জগতেই শ্রীলাকে যথাযথ ব্যবহার করা হয়নি৷ সেই আক্ষেপও প্রকাশ করেছেন কুণাল৷ তাঁর পোস্টের প্রেক্ষিতে মন্তব্যের উত্তরে প্রকাশ পেয়েছে ক্ষোভ৷
advertisement
আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার আগেই পছন্দ করেছিলেন মৃণাল, চেনা ছক খারিজ করে প্রতিভার খণ্ডহরে উজ্জ্বল শ্রীলা
কুণাল লিখেছেন, ‘‘আরও অনেকের তুলনায় ভাল ছিলেন তিনি৷ কিন্তু কালো চামড়ার প্রতি আমাদের সম্মিলিত কুসংস্কার তাঁকে তাঁর যথাযোগ্য উচ্চতায় পৌঁছতে দেয়নি৷’’ তাঁর পোস্টে শ্রীলার প্রয়াণে সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও৷
advertisement
আরও পড়ুন : ‘তুমি ভুরু প্লাক করেছো? আমি অল্পবয়সি হলে কোনও দিন তোমার প্রেমে পড়তাম না!’ মৃণালের প্রথম তিরস্কার ভুলতে পারেননি শ্রীলা
শনিবার বিকেলে প্রয়াত হন অভিনেত্রী শ্রীলা মজুমদার৷ বিগত ৩ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। গত বছর নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর। তখন বাড়িতেই ছিলেন অভিনেত্রী। এ বছর ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা। তার পর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে পাড়ি দিলেন বাংলার অন্যতম বলিষ্ঠ অভিনেত্রী৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2024 11:09 PM IST