Kumar Sanu Viral Video: কুমার শানুর দুই মেয়ে কী করে? কীভাবে চলে শানুর সংসার? তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kumar Sanu Viral Video: একের পর এক গানে সুপারহিট কুমার শানু! জীবনে এসেছে নানা বাধা! তারপরেও এই জীবন কীভাবে কাটাচ্ছেন তিনি? নিজেই জানালেন সবটা! মুহূর্তে ভাইরাল ভিডিও
মুম্বই: কুমার শানু বলিউডের শুধু নয় দেশের অন্যতম গায়ক! ৯০-এর দশকে তিনি একাই গানে মাতিয়ে রেখেছিলেন! শাহরুখ খান, সলমন খান থেকে আমির খান অনেকেই কুমার শানুর গানে পেয়েছিলেন আলাদা জনপ্রিয়তা! শানুর প্রায় সব গান সে সময় সুপারহিট হত! শুধু মাত্র গানের জন্য বক্স অফিসে হিট করত সিনেমা! অলকা ইয়াগনিক, লতা মঙ্গেশকর, কবিতা কৃষ্ণমূর্তি সহ বহু জনপ্রিয় শিল্পীর সঙ্গে ডুয়েট গেয়েছেন তিনি! তবে এই গায়কের জীবন কিন্তু সব সময় চর্চায় থেকেছে! জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে শানুর জীবনে ঝড়ের মতো আসে পরকীয়া প্রেম! সম্প্রতি কুমার শানুর কিছু কথা তুমুল ভাইরাল হয়!
শানুর স্ত্রী রীতা ভট্টাচার্য সেই সময় গর্ভবতী। সেই অবস্থাতেই তাঁকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেছিলেন কুমার শানু। আর এই দাবি বারবার করে এসেছেন কুমার শানুর প্রথম পক্ষের ছেলে জান। তবে এবার শানু কথা বলেছেন তাঁর দুই মেয়েকে নিয়ে! ভারতী সিং ও হর্ষের একটি টক শোতে এসেছিলেন কুমার শানু! সেখানে এসে নিজের পরিবারের কথা খুলে বলেন তিনি! এই শোতে তিনি বলেন, “আমি খরচার কথা ভাবি না! সব কিছু করে যাই! আমার কলিগরাও বলে তুমি এরকম জীবন কী করে কাটাচ্ছো? আমাকে টাকা নিয়ে কখনও ভাবতেই হয়নি!”
advertisement
advertisement
এরপর এই শোতেই তিনি বলেন, ” আপনি ভাবুন আমি এখানে থেকে আমার স্ত্রী ও দুই মেয়ের সব কিছু স্বাছন্দে করতে পারছি! আমার দুই মেয়েকে পড়াচ্ছি, বিদেশে গান শেখাচ্ছি। আমার বড় মেয়ে শানা (শ্যানন) বিদেশে গান শেখে! আর কার কাছে গান শেখে জানেন? ভাবুন আরিয়ানা গ্রান্ডের যে গানের শিক্ষক তাঁর কাছে গান শিখছে আমার মেয়ে! অন্যদিকে আমার ছোটমেয়ে অ্যানাবেল সে আরিজোনা বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়াশুনো করছে! বেভারলি হিলে আমার বাংলো বাড়ি আছে!” তারপরেই তিনি বলেন, “বিশ্বাস না হলে আমার বাড়িতে আসুন সব দেখতে পাবেন! আমি এত কিছু কী করে করছি জানেন? কারণ আমি ভাবিই না কাল কী হবে! সব উপর-ওয়ালা করে দিচ্ছেন। বলিউডের সবাই ভাবে আমি কী করে সব কিছু এত সুন্দর করে করছি!” তিনি আরও বলেন, “আমি যা করছি সব আমার কষ্ট করে আয় করা টাকায়! আমার গানের টাকা! আর বাকিটা উপর-ওয়ালার দয়ায়!”
advertisement
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার পরেই নেটিজেনরা নানা প্রশ্ন করতে শুরু করেন! আজকাল কুমার শানুর গান হিন্দি সিনেমায় খুব একটা বা একেবারেই শোনা যায় না! বাংলা সিনেমাতেও তাঁকে গান গাইতে শোনা যায় না! তাহলে এই জীবন তিনি কী করে কাটাচ্ছেন? নেটনাগরিকরা এই প্রশ্ন তোলেন। বিদেশে এত খরচা কীভাবে চালাচ্ছেন কুমার শানুং? অনেকে তাঁর দুই মেয়ের নাম নিয়েও প্রশ্ন করেন! তবে কুমার শানু নিজের যে বিলাসবহুল জীবনের কথা বলছেন, তা তিনি কীভাবে করছেন তা নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনেই! আপাতত এই ভিডিও ভাইরাল!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2025 11:43 PM IST