‘কৃশ ৩’ গল্প চুরির মামলা: উত্তরাখন্ড হাইকোর্ট শুনল না রাকেশের আর্জি

Last Updated:

শেষমেশ ধোপে টিকল না পরিচালক রাকেশ রোশনের আর্জি ৷ মঙ্গলবার উত্তরাখন্ড হাইকোর্ট স্পষ্টই খারিজ করল রাকেশ রোশনের আর্জি ৷

#দেরাদুন: শেষমেশ ধোপে টিকল না পরিচালক রাকেশ রোশনের আর্জি ৷ মঙ্গলবার উত্তরাখন্ড হাইকোর্ট স্পষ্টই খারিজ করল রাকেশ রোশনের আর্জি ৷ মঙ্গলবারের এই রায়ের পর আপাতত কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন রাকেশ রোশন ৷ অন্তত, সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত বটেই ৷ এদিনই হবে এই মামলার পরবর্তী শুনানি ৷
কিছুদিন আগে দেরাদুনের এক লেখক, গল্প চুরিক অভিযোগ উঠিয়ে পরিচালর রাকেশ রোশনের নামে মামলা করেন ৷ লেখকের কথা অনুযায়ী, কৃশ ৩ ছবির গল্প নাকি চুরি করেছেন পরিচালক ৷ লেখকের এই অভিযোগের জবাবে রাকেশ জানিয়ে ছিলেন এই ধরণের অভিযোগ একেবারেই মিথ্যে৷ এমনকী, দেরাদুন কোর্টে পিটিশনও দায়ের করেছিলেন রাকেশ ৷ সেই মামলারই শুনানিতে রাকেশ রোশনের আর্জি খারিজ করল দেরাদুন হাইকোর্ট ৷ তবে রাকেশ রোশনের সঙ্গে এরকম ঘটনা প্রথম নয়, এর আগেও ঘটেছে এরকম ৷
advertisement
রাকেশ রোশন পরিবারে আদালতের চিঠি মানেই, হৃত্বিকের ডিভোর্স কেস! প্রত্যেক মাসেই নানা কারণে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজান, কাঠগড়ায় দাঁড় করাতেন রোশন পুত্রকে ৷ বিবাহ-বিচ্ছেদের পর এদিন শেষ হলেও, আদালতের চিঠি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রোশন পরিবারের ৷ এবার আর ম্যারেজ কেস নয়, সোজাসুজি ছবি টোকার অভিযোগে কোর্টের নোটিস হাতে পেলেন রাকেশ রোশন ৷ অভিযোগ, রাকেশ রোশনের প্রোডকশনে হৃত্বিকের আগামী ছবি টোকা হচ্ছে সুধাংশু পান্ডের ছবির গল্প থেকে !
advertisement
advertisement
মডেলিং থেকে সিনেমা বানানোর শখেই বহুদিন ধরে নাকি সুধাংশু লিখছিলেন একটি চিত্রনাট্য ৷ ছবির নাম দিয়েছিলেন ‘ফরমাইশ’ ৷ সেই ছবির গল্পই নাকি টুকতে চলেছেন রাকেশ রোশন ও সঞ্জয় গুপ্ত ৷ সুধাংশু জানিয়েছেন, ‘প্রায় আড়াই বছর ধরে ছবির চিত্রনাট্য লিখেছি ৷ প্ল্যান আছে খুব শীঘ্রই সিনেমার শ্যুটিং শুরু করব ৷ একতা কাপুরের সঙ্গেও ছবি প্রযোজনার কথা হয়েছে ৷ এমনকী, হৃত্বিককে মাথায় রেখে সঞ্জয় গুপ্তা ও রাকেশ রোশনের সঙ্গেও কথা হয়েছিল ৷ রাকেশ আমাকে কথাও দিয়েছিল ছবিটা ডিরেক্ট করার জন্য ৷ এমনকী, ছবির প্রযোজনা তিনিই করবেন বলেও কথা দিয়েছিলেন রাকেশ ৷ শেষমেশ সঞ্জয় গুপ্তা কীভাবে ছবি পরিচালনার দায়িত্ব পেল সেটাই বুঝে উঠতে পারছি না৷’
advertisement
চিট করার অভিযোগেই আপাতত রাকেশ রোশন ও সঞ্জয় গুপ্তাকে আদালতের নোটিস পাঠিয়েছেন সুধাংশু ৷ অন্যদিকে সুধাংশু-র এই পদক্ষেপে কিছুই বলতে চাইছেন না সঞ্জয় গুপ্তা ৷ তবে রাকেশ জানিয়েছেন, ‘হৃত্বিককে নিয়ে এই ছবির অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি ৷ তাই আপাতত এই বিষয়ে কোনও কথা বলাটা অনর্থক ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘কৃশ ৩’ গল্প চুরির মামলা: উত্তরাখন্ড হাইকোর্ট শুনল না রাকেশের আর্জি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement