কার্তিককে গোপনে বিয়ে করে ফেললেন কৃতি শ্যানন !
Last Updated:
একী কাণ্ড ! এতদিন তো শোনা যাচ্ছিল, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাকি প্রেম করছেন কীর্তি শ্যানন ৷
#মুম্বই: একী কাণ্ড ! এতদিন তো শোনা যাচ্ছিল, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাকি প্রেম করছেন কৃতি শ্যানন ৷ আর এখন চুক করে বিয়ে করে ফেললেন কার্তিক আরিয়ানকে ! আর অন্যদিকে দেখুন, শোনা যাচ্ছিল সইফের মেয়ে সারা আলি খানের সঙ্গে নাকি প্রেম প্রেম ভাব হয়েছে কার্তিকের ৷ এখন সারাকে ফেলে সোজা কীর্তি শ্যানন !
গপ্পোটা আর কিছুই নয়, বলিউডে মোটামুটি যা ঘটে, তার বেশিরভাগটাই ওই সিনেমার কারণে ৷ আর এই গল্পটাও সেই ফিল্মি ! ‘সোনু কি টিটু কি সুইটি’ ছবি মুক্তির পর বলিউডে আর কে দেখে কার্তিককে ৷ বড় বড় ব্যানারের সঙ্গে দুমদাম ছবি সই করে ফেলছেন কার্তিক ৷ আর তাই একটু হলেও মাটিতে পা পড়ছেন না কার্তিকের ৷ অন্যদিকে, ঝুলিতে বেশি ছবি না থাকলেও কীর্তি শ্যানন কিন্তু বেশ জনপ্রিয়, অন্তত তাঁর নিয়মিত ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে জনপ্রিয়তাতেই রয়েছেন কৃতি ৷
advertisement
advertisement
এরই মাঝে নতুন ছবি ‘লুকা-ছুপি’-তে কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ফেললেন কৃতি ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ছবির লুক টেষ্ট ৷ আর সেই লুক টেষ্টেই উঠে এল কীর্তি ও কার্তিকের বিয়ের ছবি ৷ বিয়ের সাজে একেবারে চমক লাগালেন কার্তিক ও কীর্তি ৷
advertisement
জানা গিয়েছে, এই ছবিতে কার্তিককে দেখা যাবে এক সাংবাদিকের চরিত্রে ৷ ছবিটি আদ্যপান্ত লাভস্টোরি ৷ ছবির শ্যুটিং হবে মথুরা, আগ্রা ও গোয়ালিয়রে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2018 4:48 PM IST