এনগেজড প্রিয়াঙ্কা ! নিকের দেওয়া হিরের আংটি কেন লুকিয়ে রাখছেন পিগি?

Last Updated:

বলা নেই কওয়া নেই, দুম করে কী তাহলে বাগদান পর্বটা সেরে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া ?

#মুম্বই: বলা নেই কওয়া নেই, দুম করে কী তাহলে বাগদান পর্বটা সেরে ফেললেন প্রিয়াঙ্কা চোপড়া ? প্রশ্নের উত্তরে অবশ্য না কিছু বলছেন প্রিয়াঙ্কা নিজে, না বলছেন গুঞ্জনে থাকা বয়ফ্রেন্ড নিক জোনস ৷ প্রায় গত দু’মাস ধরে চলা প্রিয়াঙ্কা-নিক গুঞ্জনে কান পাতলে শুধু শুনতে পাওয়া যাচ্ছে, একটাই খবর ৷ খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন নিক ও পিগি ৷ এমনকী, সলমনের ‘ভারত’ ছবি থেকে নাকি প্রিয়াঙ্কার সরে আসার কারণ এই নিক জোনসের সঙ্গে বিয়েই !
তবে এবার গপ্পোটা ঘটল অন্য, হঠাৎ-ই প্রিয়াঙ্কার ডান হাতের অনামিকাতে চকচকে হয়ে উঠল বিশাল মাপের হিরের আংটি ! অনামিকাতে যখন হিরের আংটি, তখন তো বাগদান পর্ব খতম ! এই স্পেকুলেশন চললেও, পাত্র-পাত্রী দুই পক্ষ কিন্তু একেবারেই চুপ !
advertisement
advertisement
অন্যদিকে অবশ্য পাপারাৎজির ক্যামেরা থেকে হাতের আংটিকে বাঁচাতে নানা চেষ্টাই চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা ৷ তবে এক ইংরেজি ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রিয়াঙ্কার হাতের এই হিরের আংটি কেনার জন্য নাকি নিউ ইয়র্কের ‘টিফিনি’ দোকনাটি বন্ধ করে দিয়েছিলেন ৷ যাতে কেউ বিরক্ত না করতে পারে এই যুগলকে ৷
তবে আপাতত, এই খবরটা রয়েছে শুধুই গুঞ্জনে ৷ কারণ, এখনও অবধি পাত্র-পাত্রীর পক্ষ থেকে এই ব্যাপারে মুখ খোলেননি কউ ৷ এমনকী, শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ, নিকের জন্মদিনের দিনই বিয়ে হতে চলেছে নিক ও প্রিয়াঙ্কার !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এনগেজড প্রিয়াঙ্কা ! নিকের দেওয়া হিরের আংটি কেন লুকিয়ে রাখছেন পিগি?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement