Byun Hee Bong Korean Actor Death : চলে গেলেন অভিনেতা বিয়ুন! ক্যানসার কেড়ে নিল ‘ওকজা’ খ্যাত তারকাকে, চোখে জল বিশ্ববাসীর
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Byun Hee Bong Korean Actor Death : কোরিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পরে ক্যানসার থেকে সেরে উঠেছিলেন বিয়ুন। কিন্তু আবারও সেই মারণরোগ বাসা বাঁধে তাঁর শরীরে।
চলে গেলেন বিশ্বখ্যাত অভিনেতা। ‘ওকজা’ ছবিটিতে তাঁর অভিনয় এখনও শিহরণ জাগায়। ৮১ বছর বয়সে সোমবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিয়ুন হি বং। কোরিয়ান অভিনেতার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট জানা যায়নি, তবে দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াটিক ক্যানসারে ভুগছিলেন তিনি।
আরও পড়ুন: বিয়ের আগে আশিসের ছেলের সঙ্গে দেখা রূপালির, ‘অল্পই কথা হয়, কিন্তু…’, বিস্ফোরক দ্বিতীয় স্ত্রী
কোরিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পরে ক্যানসার থেকে সেরে উঠেছিলেন বিয়ুন। কিন্তু আবারও সেই মারণরোগ বাসা বাঁধে তাঁর শরীরে। কোরিয়ান ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন বিয়ুন। ১৯৬৬ সালে বাচিক শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখেন বিয়ুন। পরে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে বেশ কিছু ছবি ও টেলিভিশন শো-তে কাজ করেছেন বিয়ুন।
advertisement
advertisement
কোরিয়ার বিখ্যাত পরিচালক বং জুন হো-র সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। বং জুন-হোর পরিচালনায় প্রথম ‘বার্কিং ডগস নেভার বাইট’-এ অভিনয় করার খ্যাতি অর্জন করেন। এরপর একে একে ‘দ্য হোস্ট’ এবং ‘ওকজা’ ছবিতেও তাঁদের জুটির প্রবল প্রশংসা হয়। এছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা বিয়ুন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 11:54 PM IST