KIFF 2024: বেলা ফুরলো KIFF-এর! সেরার তকমা লাভ কোন কোন ছবির, জেনে নিন সবটা
- Written by:Manash Basak
- news18 bangla
- Published by:Sanchari Kar
Last Updated:
KIFF 2024: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সেরা ছবির জন্য গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেল বুলগেরিয়ান ছবি 'তারিকা'। ৫১ লাখ টাকার নগদ পুরস্কার পেল এই ছবি।
কলকাতা: শেষ হল ৩০ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবীন্দ্র সদনে ক্লোজিং সেরিমনিতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তী, পাওলি দাম, ঋতাভরী চক্রবর্তী এবং ফিল্ম ফেস্টিভালের চেয়ারম্যান গৌতম ঘোষ এবং বিদেশি অতিথিরা। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অর্জুন চক্রবর্তী। অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। চলচ্চিত্র উৎসব নিয়ে দিঘা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেলিফোনিক বার্তা অরূপ বিশ্বাস মঞ্চে তুলে ধরেন।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সেরা ছবির জন্য গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার পেল বুলগেরিয়ান ছবি ‘তারিকা’। ৫১ লাখ টাকার নগদ পুরস্কার পেল এই ছবি। সেই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন পানামার পরিচালক আনা এনডোরা তাঁর ‘বিলোভেড ট্রপিক’ ছবির জন্য।
৩০ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেটপ্যাক বিভাগে এশিয়ান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ছবির সম্মান পেল ’পুতুলনামা’। বেঙ্গলি প্যানারোমা ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার পেল ’ধ্রুবর আশ্চর্য জীবন’। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস বিভাগে শ্রেষ্ঠ ছবির সম্মান পেল ’নুক্কর নাটক’।
advertisement
advertisement
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন বিখ্যাত পরিচালক তপন সিনহাকে নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল। চলচ্চিত্র উৎসবে দেখানো হয় তাঁর একাধিক ছবি। বিখ্যাত পরিচালককে নিয়ে আলোচনা অংশগ্রহণ করেন মুনমুন সেন, মাধবী মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবিকা মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, লাবনী সরকার-সহ বহু চলচ্চিত্র শিল্পীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 11, 2024 9:33 PM IST









