জন্মদিনে গুলজারকে শ্রদ্ধা জানাতে কলকাতার শিল্পীদের বিশেষ উপহার
- Published by:Akash Misra
Last Updated:
গতকাল ছিল গুলজার সাহেবের জন্মদিন। তাঁর জন্মদিনে এক অভিনব উপহার দিলেন এই শহরেরই বাচিক শিল্পী রাজা দাস।
#কলকাতা: গতকাল ছিল গুলজার সাহেবের জন্মদিন। তাঁর জন্মদিনে এক অভিনব উপহার দিলেন এই শহরেরই বাচিক শিল্পী রাজা দাস। এটাকে বাংলার পক্ষ থেকে জন্মদিনে জীবন্ত কিংবদন্তীর কাছে শ্রদ্ধা নিবেদনের মতো।
গুলজারের সঙ্গে এই শহরের খুব ঘনিষ্ঠ যোগাযোগের কথা আমরা সবাই জানি। এখন তাঁর কয়েকটি লেখার বাংলা অনুবাদ রাজা নিজেই আবৃত্তি করেছেন। রঞ্জয়, প্রীথার নির্দেশনায়, আশুর সঙ্গীত নির্দেশনায়, রাজার পাঠে নির্মিত এই ভিডিওটি আজ গুলজারের জন্মদিনে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এটি একটি কিংবদন্তির ভক্তদের ছোট্ট প্রচেষ্টা। গুলজারের লেখাগুলি যেমন 'ম্যায় কুছ কুছ ভুলতা জাতা হু, মুঝকো ভি এক তর্কিব শিখা দো' বা 'ইয়াদ হ্যায়, রোজ মেরে মেজ পে বৈঠে বৈঠে' - এই গুলো বাংলাতে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
advertisement
রাজার কথায়,যে মানুষটার লেখা পড়ে বড় হয়েছি, যার লেখা আামাদের জীবনকে অনুপ্রাণিত করে তাঁর প্রতি এটা আমাদের শ্রদ্ধা।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2020 8:01 PM IST