#কলকাতা: গতকাল ছিল গুলজার সাহেবের জন্মদিন। তাঁর জন্মদিনে এক অভিনব উপহার দিলেন এই শহরেরই বাচিক শিল্পী রাজা দাস। এটাকে বাংলার পক্ষ থেকে জন্মদিনে জীবন্ত কিংবদন্তীর কাছে শ্রদ্ধা নিবেদনের মতো।গুলজারের সঙ্গে এই শহরের খুব ঘনিষ্ঠ যোগাযোগের কথা আমরা সবাই জানি। এখন তাঁর কয়েকটি লেখার বাংলা অনুবাদ রাজা নিজেই আবৃত্তি করেছেন। রঞ্জয়, প্রীথার নির্দেশনায়, আশুর সঙ্গীত নির্দেশনায়, রাজার পাঠে নির্মিত এই ভিডিওটি আজ গুলজারের জন্মদিনে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এটি একটি কিংবদন্তির ভক্তদের ছোট্ট প্রচেষ্টা। গুলজারের লেখাগুলি যেমন 'ম্যায় কুছ কুছ ভুলতা জাতা হু, মুঝকো ভি এক তর্কিব শিখা দো' বা 'ইয়াদ হ্যায়, রোজ মেরে মেজ পে বৈঠে বৈঠে' - এই গুলো বাংলাতে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gulzar