Koel Mallick: অভিনেত্রীর প্রোফাইলেও এ বার ইয়াসত্রাণের সন্ধান
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
কোয়েল মল্লিকের প্রোফাইলেও ইয়াস-ত্রাণের খোঁজ ৷ শুক্রবার তিনি পোস্ট করেছেন একটি আবেদন ৷
কলকাতা : এ বার কোয়েল মল্লিকের প্রোফাইলেও ইয়াস-ত্রাণের খোঁজ ৷ শুক্রবার তিনি পোস্ট করেছেন একটি আবেদন ৷ সেখানে বলা হয়েছে, আগামী রবিবার ৬ জুন উপকূলবর্তী এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷ মূলত নিয়ে যাওয়া হবে জামাকাপড় ৷ সঙ্গে থাকবে চিঁড়ে, গুঁড়ো দুধের মতো শুকনো খাবার ৷ নিয়ে যাওয়া হবে সাবান, স্যানিটরি ন্যাপকিনের মতো অতি প্রয়োজনীয় সামগ্রীও ৷
নেটিজেনদের কাছেও ওই পোস্টে সাহায্য চাওয়া হয়েছে ৷ বলা হয়েছে কারওর বাড়িতে পুরনো জামাকাপড় থাকলে তা দেওয়া যাবে ৷ ত্রাণে দেওয়া যাবে শুকনো খাবার এবং সাবান ও স্যানিটরি ন্যাপকিনে মতো জিনিসগুলিও ৷
advertisement
ইতিমধ্যেই টলিউডের বহু তারকা সামিল কোভিড ও ইয়াস ত্রাণে ৷ সৃজিত মুখোপাধ্যায় প্রথম থেকেই তাঁর ফেসবুক প্রোফাইলে শেয়ার করছেন জরুরি তথ্য ৷ কোমর বেঁধে ত্রাণে সামিল হয়েছেন যিশু সেনগুপ্তও ৷ দেব, মিমির মতো তারকা সাংসদও এই দুঃসময়ে সফল তাঁদের জনপ্রতিনিধি ভাবমূর্তিতে ৷ ভাস্বর চট্টোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, সৌগত বন্দ্যোপাধ্যায়রা রোজই কোনও না কোনও ভাবে ত্রাণ বিলি করছেন ৷
advertisement
কুশীলবদের পাশাপাশি অতিমারিতে অন্য ভূমিকায় দেখা গিয়েছে সঙ্গীতশিল্পীদেরও ৷ ইমন চক্রবর্তী, রূপম ইসলামের মতো শিল্পীরা তো নজির তৈরি করেছেন ৷ দেবজ্যোতি মিশ্র পথে নেমেছেন আর্ত ও বিপন্নদের পাশে দাঁড়াতে ৷ অনীক ধর উদ্যোগ নিয়েছেন কোভিড আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছ দিতে ৷ লোপামুদ্রা মিত্র উদ্যোগী হয়েছেন গান-আড্ডা-গল্পে কোভিডরোগীদের মন ভাল করতে ৷ বাচিকশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় একটি ওয়েবসাইট শুরু করেছেন কোভিড মোকাবিলার সব তথ্য একত্রিত করে ৷
advertisement
তারকাদের নতুন রূপে পেয়ে এই মলিন সময়ে কিছুটা হলেও আশার আলো দেখছেন সাধারণ মানুষ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2021 6:42 PM IST