Koel Mallick : জিৎ আর দেবের সঙ্গে জুটি বাঁধবেন না? প্রশ্ন তুলতেই সাফ জবাব কোয়েলের

Last Updated:

কোয়েল কি বাংলা ছবির দুই জনপ্রিয় নায়ক জিৎ (Jeet) আর দেবের (Dev) সঙ্গে আগামী দিনে কাজ করতে স্বচ্ছন্দ নন?

#কলকাতা: কোভিড ১৯ ভাইরাসের উপদ্রব তো চলছেই, যার জেরে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও বন্ধ রয়েছে অনেক ছবির কাজ। এখন যদিও পরিস্থিতি একটু হলেও ভালোর দিকে, ধীরে ধীরে আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরছেন নায়ক-নায়িকারা। তবে কোয়েল মল্লিকের (Koel Mallick) ক্ষেত্রে কিন্তু ক্যামেরার সামনে আসা বন্ধ ছিল অন্য কারণে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাম্প্রতিক সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন যে ছেলে কবীরকে নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। আর সেই ব্যস্ততা এখনও শেষ হয়নি।
কোয়েল বলছেন, কাজের মধ্যে পুরোপুরি ডুবে থাকলেও তাঁর মাথায় ঘোরাফেরা করে কবীরের কথা। তার খিদে পেয়েছে কি না, ডায়াপার বদলানোর দরকার পড়েছে কি না- এই চিন্তাগুলো এক মুহূর্তের জন্য হলেও মাথা থেকে যায় না। ফলে, সেই জায়গা থেকে কাজের জায়গায় ফেরা তাঁর পক্ষে খুব একটা সহজ ছিল না। কিন্তু এখন যখন ফিরেছেন, উঠতে আরম্ভ করেছে অন্য এক প্রশ্ন- কোয়েল কি বাংলা ছবির দুই জনপ্রিয় নায়ক জিৎ (Jeet) আর দেবের (Dev) সঙ্গে আগামী দিনে কাজ করতে স্বচ্ছন্দ নন?
advertisement
প্রশ্নটা উঠছে এই কারণে যে বেশ কয়েক বছর ধরে নায়ক হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chattopadhyay) সঙ্গে অনেকগুলো ছবিতে দেখা যাচ্ছে কোয়েলকে। কিন্তু রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) শেষ থেকে শুরু (Shesh Theke Shuru) ছবি দিয়ে ২০১৯ সালে রুপোলি পর্দায় কামব্যাক করলেও জিতের সঙ্গে আর কোনও ছবিতে জুটি বাঁধলেন না কোয়েল! অন্য দিকে, দেবের সঙ্গে শেষ কাজ করেছেন সে-ই ২০১৭ সালে, কমলেশ্বর মুখোপাধ্যায়ের (Kamaleshwar Mukherjee) ককপিট (Cockpit) ছবিতে।
advertisement
advertisement
প্রশ্নটা তুলতেই একেবারে সোজাসাপটা জবাব দিয়েছেন কোয়েল। জানিয়েছেন যে এমন কোনও জুতসই চিত্রনাট্য তিনি হাতে পাননি যা জিৎ বা দেবের সঙ্গে তাঁর কাজ করার সুযোগ এনে দেবে! নায়িকার আশা, ভবিষ্যতে তেমন কোনও ছবিতে অভিনয়ের প্রস্তাব এলে তিনি অবশ্যই ভেবে দেখবেন!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koel Mallick : জিৎ আর দেবের সঙ্গে জুটি বাঁধবেন না? প্রশ্ন তুলতেই সাফ জবাব কোয়েলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement