ঘাস কেটে পড়াশোনা, চা বস্তির ঝুপড়ি থেকে KBC-র হট সিটে! কত টাকা জিতলেন এই মেয়ে?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News:দারিদ্র জ্ঞানের পরিধিকে আটকে দিতে পারেনি পুষ্পাঞ্জলির। কলেজে পড়া বন্ধ হলেও জ্ঞানের পরিসর তিনি বাড়িয়ে চলেছিলেন প্রতিনিয়ত। এই জ্ঞান তাকে সুযোগ করে দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি' অংশগ্রহণের সুযোগ। এই শোতে অংশগ্রহণ করে ১৫ লক্ষ টাকা জিতেছেন তিনি। এই টাকা দিয়ে থাকার ঘর তৈরির পাশাপাশি দরিদ্র পড়ুয়াদের পড়াশুনোয় সাহায্য করবেন তিনি।
আলিপুরদুয়ার: দারিদ্র জ্ঞানের পরিধিকে আটকে দিতে পারেনি পুষ্পাঞ্জলির। কলেজে পড়া বন্ধ হলেও জ্ঞানের পরিসর তিনি বাড়িয়ে চলেছিলেন প্রতিনিয়ত। এই জ্ঞান তাকে সুযোগ করে দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অংশগ্রহণের সুযোগ। এই শোতে অংশগ্রহণ করে ১৫ লক্ষ টাকা জিতেছেন তিনি। এই টাকা দিয়ে থাকার ঘর তৈরির পাশাপাশি দরিদ্র পড়ুয়াদের পড়াশুনোয় সাহায্য করবেন তিনি।
আরও পড়ুন- বাড়ির জলের ট্যাঙ্কে ফেলে রাখুন এই ‘এক টুকরো’ কাঠ…! সারাজীবন পরিষ্কার থাকবে জল, অবিশ্বাস্য!
advertisement
কালচিনির ছোট গ্রাম গাঙ্গুটিয়াতে বসবাস পুষ্পাঞ্জলি লোহারের। ছোট থেকেই দারিদ্রের সঙ্গে যুদ্ধ তাঁর। তবুও পড়াশুনো চালিয়ে গিয়েছেন তিনি। তাঁর বয়স যখন ৭ বছর, তখন বাবা মারা যান। সংসারের চাপ এসে পড়ে তাঁর মায়ের উপর। কোনও কাজ ছিল না। বাধ্য হয়ে ঘাস কেটে তা বিক্রি করতেন মা। সেই টাকা দিয়ে চলত পুষ্পাঞ্জলির পড়াশোনা।
advertisement
তবে কলেজের দ্বিতীয় বর্ষে এসে পড়াশুনো থমকে গেল তাঁর। কারণ তাঁর ছোট বোন পড়াশোনা করছিল। মায়ের পক্ষে দুজনের পড়াশুনোর খরচ ওঠানো সম্ভব হচ্ছিল না। মায়ের সঙ্গে সংসার সামলাতে এগিয়ে আসেন পুষ্পাঞ্জলি। টিউশন পড়ানো শুরু করেন তিনি। সেখান থেকেও সাধারণ জ্ঞান বাড়তে শুরু করে তার।
আরও পড়ুন- শিরা থেকে গলে গলে বেরোবে ‘বদ’ কোলেস্টেরল! শুধু এক সপ্তাহ মেনে চলুন এই ‘ডায়েট’, ফল হাতেনাতে!
টিভিতে সুপারষ্টার অমিতাভ বচ্চনের শো রোজ দেখতেন এই জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য। এরপর চ্যালেঞ্জার উইক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তবে মুম্বই থেকে ডাক চলে আসবে তা তিনি ভাবতেই পারেননি। এই বিষয়ে তিনি জানান, \”ছোট থেকেই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। সাধারণ জ্ঞান সংগ্রহ করতে ভাল লাগত। সংবাদপত্র পড়ি , সাধারণ জ্ঞানের বই নিয়ে পড়ি এখনও। টিভিতে ওই শো টি দেখতাম জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে। তারপর ওই শো এর এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।মুম্বই গিয়ে অমিতাভ বচ্চনকে সামনে থেকে দেখেছি সেটা এখনও স্বপ্নের মত।\” হট সিটে বসে খেলার অভিজ্ঞতা অনবদ্য বলে জানান পুষ্পাঞ্জলি। কৌন বানেগা করোরপতি-তে অংশগ্রহণ করে কালচিনিতে ফিরতে শুভেচ্ছায় ভাসলেন তিনি।
advertisement
অনন্যা দে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 7:09 PM IST