সিরিয়ালে রামের গলায় মালা পরালেও, বাস্তবে এই 'সীতার' স্বামীকে চেনেন কি?

Last Updated:

রামায়ণ সিরিয়ালের মাধ্যমে মারাত্মক জনপ্রিয় হয়েছিলেন অরুণ গোভিল ও দীপিকা ছিকলিয়া...

#মুম্বই: রামের গলায় মালা পরাচ্ছেন সীতা৷ জনপ্রিয় রামায়ণ সিরিয়ালের এই ছবি তো সকেলর মনে রয়েছে৷ কিন্তু বাস্তবে সীতা অর্থাৎ দীপিকা ছিকলিয়া কার গলায় মালা পরিয়েছিলেন জানেন? সেটাও ঠিক এক রূপকথার মত৷ এত বছর পরে এসে নিজের বিয়ের স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন জনপ্রিয় রামায়ণ ধারাবাহিকের সীতা ওরফে দীপিকা৷
ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্ট করেছেন অভিনেত্রী৷ তিনি লিখেছেন যে তাঁর প্রথম ছবি সুন মেরি লেয়লা-এ একটি দৃশ্য ছিল যেখানে একটি কাজলের বিজ্ঞাপনে তাঁকে দেখানো হয়েছে৷ প্রসঙ্গত এই সংস্থার মালিক ছিল তাঁর হবু স্বামী ও তাঁর পরিবার৷ তাই তাঁদের বিজ্ঞাপনে শ্যুটে হাজির ছিলেন হেমন্ত টোপিওয়ালা৷ কিন্তু সেইদিন শ্যুটিং শেষের পর নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন দীপিকা ও হেমন্ত৷ এই ভাবে দু’জনের দেখা৷ পরবর্তীতে হেমন্তকে বিয়ে করেন দীপিকা এবং এখনও তিনি তাঁর ঘরণী৷ স্বামী সঙ্গে প্রথম সাক্ষাতের কথা এত বছর পর জানালেন সিরিয়ালের সীতা!করলেন বিয়ের ছবিও পোস্ট৷
advertisement
রামায়ণ সিরিয়ালের মাধ্যমে মারাত্মক জনপ্রিয় হয়েছিলেন অরুণ গোভিল ও দীপিকা ছিকলিয়া (Dipika Chikhlia)৷ রাম-সীতার চরিত্রে তাঁদের গ্রহণযোগ্যতা ছিল খুবই বেশি৷ যে কারণে তাঁদের দেখলেই সকলে প্রণাম করতেন বলে জানিয়েছেন তাঁরা৷ এবং এটাও ঠিক যে সেই কারণেই পরবর্তীতে তাঁরা সেভাবে বলিউডে কাজ করতে পারেননি৷ কারণ কোথাও তাঁদের সঙ্গে ভীষণভাবে যুক্ত হয়ে গিয়েছিল রামায়ণের রাম ও সীতার চরিত্রটি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিরিয়ালে রামের গলায় মালা পরালেও, বাস্তবে এই 'সীতার' স্বামীকে চেনেন কি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement