Rakhee Gulzar: রাখি মজুমদার থেকে রাখি গুলজার! কীভাবে হলেন? বলি নায়িকার অজানা কাহিনি জানলে চমকে যাবেন

Last Updated:

Rakhee Gulzar: রানাঘাটবাসীর কাছে রাখি গুলজার নিজের মেয়ের মতো তার অভিনয় ক্ষমতা, তার প্রায় প্রতিটি সিনেমা দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। আজও তার প্রশংসায় পঞ্চমুখ রানাঘাটবাসী

+
বলিউডের

বলিউডের অন্যতম সেই সময়কার সেরা নায়িকা রাখি গুলজারের ছবি

নদিয়া: রানাঘাটের থেকে তার উত্থান! পড়াশোনা রানাঘাট শহর রথতলা ইউসুফ স্কুলে । তিনি ভোলেননি বাংলা চলচ্চিত্র নায়িকা সন্ধ্যা রায়কে। রাখি গুলজার যার ছোটবেলা কেটেছে নদিয়ার রানাঘাটে। যে বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই রথতলা বাস স্ট্যন্ডের কাছে বাড়িটি আজও বহু স্মৃতি নিয়ে দাড়িয়ে আছে। রানাঘাটবাসীর কাছে রাখি গুলজার নিজের মেয়ের মতো তার অভিনয় ক্ষমতা, তার প্রায় প্রতিটি সিনেমা দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে। আজও তার প্রশংসায় পঞ্চমুখ রানাঘাটবাসী।
কিছুদিন আগে তার অভিনীত বাংলা সিনেমা তার ছোটবেলার শহর রানাঘাটে চলেছে, তার অভিনয় দেখার জন্য মানুষ ভিড়ও করছেন। রাখি গুলজারের ভাইয়ের সঙ্গে পড়াশোনা, খেলাধুলা, এমনকি রাখি গুলজারের সঙ্গে সময় কাটিয়েছেন রাখি গুলজারের বাড়ির দুটি বাড়ি আগে রানাঘাটের এক প্রবীণ বাসিন্দা। রাখি গুলজারের কথা জানতেই ছোটবেলার স্মৃতি তুলে ধরলেন তিনি।
advertisement
advertisement
রাখি গুলজারকে প্রশংসায় ভরিয়ে দিলেন পাশাপাশি তার সঙ্গে খেলা এবং ইউসুফ স্কুলে পড়াশোনা করা রানাঘাটের আরেক বাসিন্দা। রাখি গুলজারের সঙ্গে কাটানো সেই স্মৃতি তুলে ধরে তার প্রসঙ্গে উচ্ছসিত হয়ে বলেন, গর্ব হয় তার ছোটবেলার বন্ধুর জন্য, রাখি এমন নায়িকা যিনি আজও সবার মনে রয়েছেন। তার অভিনয় ভোলার নয়! বড় বড় নায়কের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। হিন্দি, বাংলা-সহ অনেক আঞ্চলিক সিনেমাতে তিনি অভিনয় করেছেন তিনি আমাদের রাখি গুলজার।”
advertisement
সুতরাং বলা যেতে পারে বাংলার এই ছোট্ট শহর থেকে উঠে আসা স্বর্ণযুগের বলিউডের অন্যতম শ্রেষ্ঠ নায়িকাকে নিয়ে আজও গর্ববোধ করেন গোটা রানাঘাটবাসী।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhee Gulzar: রাখি মজুমদার থেকে রাখি গুলজার! কীভাবে হলেন? বলি নায়িকার অজানা কাহিনি জানলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement