Home /News /entertainment /
Kishore Kumar Birthday: গায়ক-অভিনেতা-সঙ্গীত পরিচালক-লেখক কিশোর কুমারের স্টেজের ভয় কাটিয়েছিলেন আর ডি বর্মণ, সে এক অদ্ভুত গল্প!

Kishore Kumar Birthday: গায়ক-অভিনেতা-সঙ্গীত পরিচালক-লেখক কিশোর কুমারের স্টেজের ভয় কাটিয়েছিলেন আর ডি বর্মণ, সে এক অদ্ভুত গল্প!

Kishore Kumar Birthday

Kishore Kumar Birthday

আজ ৪ অগাস্ট। ৯৩ তম জন্মদিনে পা রাখলেন কিংবদন্তী এই শিল্পী কিশোর কুমার। (Kishore Kumar Birthday)

 • Share this:

  #কলকাতা: যে কিশোর কুমার সুরে-গানে-কথায় জলসা-স্টেজ-মঞ্চ-সেট জমিয়ে দিতেন, সেই কিশোর প্রথম প্রথম স্টেজে পারফর্ম করতে ভয় পেতেন। ঠিক ভয় বলা যায় না এই পরিস্থিতিকে, একটা জড়তা। ভারতীয় সিনেমা জগতের অন্যতম উজ্বল নক্ষত্র কিশোর কুমার। যিনি শুধু গায়ক নয়, একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক, সঙ্গীত পরিচালক ও লেখক। দর্শকদের মনোরঞ্জিত করার জন্য তিনি ছিলেন একাই একশ। আজ ৪ অগাস্ট। ৯৩ তম জন্মদিনে পা রাখলেন কিংবদন্তী এই শিল্পী। (Kishore Kumar Birthday)

  কিশোর কুমারের জন্ম হয়েছিল ১৯২৯ সালের ৪ আগস্ট, ঠিক বিকেল ৪ টের সময়। একই সঙ্গে তিনি ছিলেন বাবা-মায়ের চতুর্থ সন্তান। সব থেকে বড় ছিলেন অশোক কুমার, তারপর দিদি সীতাদেবী, এরপর আর এক দাদা অনুপ কুমার এবং চতুর্থ ছিলেন তিনি। তবে ছোটবেলায় তাঁর নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। বাংলা সিনেমা থেকে বলিউডে রাজ করেছিল কিশোর কুমারের কণ্ঠ। আজও কিশোরের গলার ভক্ত লক্ষ লক্ষ শ্রোতা।

  আরও পড়ুন: একদিনে ৩, অগাস্টের তিনদিনে ৮! বজ্রাঘাতে পর পর মৃত্যু চিন্তা বাড়াচ্ছে

  এমনই এক কিংবদন্তী শিল্পী নাকি স্টেজে উঠে প্রথম প্রথম অনুষ্ঠান করতে ভয় পেতেন। কিশোরের সেই ভয় কাটিয়েছিলেন স্বয়ং আর ডি বর্মণ। শোনা যায়, একবার খোলা মঞ্চে গান গাওয়ার জন্য ডাক পড়েছে কিশোর কুমারের। সঙ্গে রয়েছেন পঞ্চমদা অর্থাৎ রাহুল দেব বর্মণ, লতা মঙ্গেশকর। এমন সব তারকাদের মঞ্চে দেখতে শ্রোতাদের ভিড় উপচে পড়ছে। সেই সময় কিশোর কুমারকে মঞ্চে ডাকা হয়েছে, স্টেজে উঠেই অত লোক দেখে ভয়ে আবার পর্দার আড়ালে চলে গিয়েছিলেন কিশোর কুমার।

  . .

  আরও পড়ুন: অর্পিতাকে মনে হয় ফাঁসিয়ে দেওয়া হয়েছে: রাকেশ

  কিশোরের পরিস্থিতি দেখে এগিয়ে যান উপস্থিত পঞ্চমদা। তিনি তৎক্ষণাৎ কিশোর কুমারকে খপ করে ধরে ফেললেন। শোনা যায়, পঞ্চমদা ধরে না ফেললে তখনই পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন কিশোর কুমার। কিশোরকে শান্ত করতে পঞ্চমদা বলেন, 'আরে ভয় কেন পাচ্ছ? দর্শকাসনে যাঁরা রয়েছেন তাঁরা কি কেউ লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে, এস ডি বর্মন, কিশোর কুমার?' কিশোর ভাবলেন, সত্যিই তো! ওঁরা তো কেউ লতা মঙ্গেশকর, আশা ভোঁশলে, এস ডি বর্মন নন। তবে কীসের ভয়? ভয়কে জয় করে চলে গেলেন স্টেজে। গান গাইতে উঠে পঞ্চমদার বলা এই কথাটিই নাকি পরবর্তীকালে অনুপ্রেরণা দিত কিশোর কুমারকে। আর বাকিটা ইতিহাস।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Bollywood, Kishore Kumar

  পরবর্তী খবর