Kishore Kumar Birthday: ভালবাসতেন এক বিশেষ মিষ্টি! কিশোরের প্রিয় দোকানে আজও তাঁকে ভোগ নিবেদন করা হয়

Last Updated:

Kishore Kumar Birthday: অভিনয় হোক বা গান, সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গিয়েছেন বাঙালি শিল্পী। তাঁর জীবনের প্রত্যেক অধ্যায়ই কম-বেশি সকলের জানা। কিন্তু কিংবদন্তি কিশোরের খাদ্যপ্রীতির কথা কি জানেন?

কলকাতা: শিল্পী হিসাবে তিনি কতটা সফল, সেই খতিয়ান বোধ হয় নতুন করে দিতে হয় না। কিশোর কুমারের বহুমুখী প্রতিভার স্বাক্ষর আজও অমলিন। অভিনয় হোক বা গান, সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গিয়েছেন বাঙালি শিল্পী। তাঁর জীবনের প্রত্যেক অধ্যায়ই কম-বেশি সকলের জানা। কিন্তু কিংবদন্তি কিশোরের খাদ্যপ্রীতির কথা কি জানেন? শিল্পীর জন্মদিনে ফিরে দেখা যাক সেই আখ্যান।
মধ্যপ্রদেশের খান্ডওয়ায় জন্মেছিলেন কিশোর। জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন সেখানে। সেই শহরেই রয়েছে শিল্পীর বন্ধু প্রয়াত লালাজি শর্মার মিষ্টির দোকান। সেই দোকানে কিশোরের জন্য তাঁর প্রিয় জিলিপি তৈরি করতেন লালাজি। এত বছর পরেও জিলিপি তৈরির সেই ধারা বজায় রেখেন লালাজির নাতি বাদল শর্মা।
advertisement
advertisement
এখনও সেই মিষ্টির দোকানে লালাজির পাশে শোভা পাচ্ছে কিংবদন্তি শিল্পীর ছবি। রোজ নিয়ম করে মালা পরানো হয় ছবিতে। নিয়ম করে প্রত্যেক সকালে দুধ-জিলিপির ভোগ দেওয়া হয় শিল্পীকে। বাদল জানান, কিশোর তাঁর দাদুর হাতের তৈরি জিলিপি খুবই ভালবাসতেন। যখনই তিনি দোকানে আসতেন, লালাজি নিজের হাতে জিলিপি তৈরি করে খাওয়াতেন শিল্পীকে।
advertisement
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছনোর পরেও সেই দোকানে আসতেন কিশোর। সেখানেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। শহরে এলে লালাজির দোকানেই আড্ডার আসন বসাতেন শিল্পী। আজও তাঁর স্মৃতি আঁকড়ে রয়েছে সেই দোকান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kishore Kumar Birthday: ভালবাসতেন এক বিশেষ মিষ্টি! কিশোরের প্রিয় দোকানে আজও তাঁকে ভোগ নিবেদন করা হয়
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement