Kishore Kumar Birthday: ভালবাসতেন এক বিশেষ মিষ্টি! কিশোরের প্রিয় দোকানে আজও তাঁকে ভোগ নিবেদন করা হয়
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Kishore Kumar Birthday: অভিনয় হোক বা গান, সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গিয়েছেন বাঙালি শিল্পী। তাঁর জীবনের প্রত্যেক অধ্যায়ই কম-বেশি সকলের জানা। কিন্তু কিংবদন্তি কিশোরের খাদ্যপ্রীতির কথা কি জানেন?
কলকাতা: শিল্পী হিসাবে তিনি কতটা সফল, সেই খতিয়ান বোধ হয় নতুন করে দিতে হয় না। কিশোর কুমারের বহুমুখী প্রতিভার স্বাক্ষর আজও অমলিন। অভিনয় হোক বা গান, সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখে গিয়েছেন বাঙালি শিল্পী। তাঁর জীবনের প্রত্যেক অধ্যায়ই কম-বেশি সকলের জানা। কিন্তু কিংবদন্তি কিশোরের খাদ্যপ্রীতির কথা কি জানেন? শিল্পীর জন্মদিনে ফিরে দেখা যাক সেই আখ্যান।
মধ্যপ্রদেশের খান্ডওয়ায় জন্মেছিলেন কিশোর। জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন সেখানে। সেই শহরেই রয়েছে শিল্পীর বন্ধু প্রয়াত লালাজি শর্মার মিষ্টির দোকান। সেই দোকানে কিশোরের জন্য তাঁর প্রিয় জিলিপি তৈরি করতেন লালাজি। এত বছর পরেও জিলিপি তৈরির সেই ধারা বজায় রেখেন লালাজির নাতি বাদল শর্মা।
আরও পড়ুন: মায়ের জন্য ব্রা কিনতে গিয়েছিলাম, সেখানে বন্ধুরা যা করল…! করণ-হিরুর সমীকরণ যেন সমাজে অজানা
advertisement
advertisement
এখনও সেই মিষ্টির দোকানে লালাজির পাশে শোভা পাচ্ছে কিংবদন্তি শিল্পীর ছবি। রোজ নিয়ম করে মালা পরানো হয় ছবিতে। নিয়ম করে প্রত্যেক সকালে দুধ-জিলিপির ভোগ দেওয়া হয় শিল্পীকে। বাদল জানান, কিশোর তাঁর দাদুর হাতের তৈরি জিলিপি খুবই ভালবাসতেন। যখনই তিনি দোকানে আসতেন, লালাজি নিজের হাতে জিলিপি তৈরি করে খাওয়াতেন শিল্পীকে।
advertisement
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছনোর পরেও সেই দোকানে আসতেন কিশোর। সেখানেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। শহরে এলে লালাজির দোকানেই আড্ডার আসন বসাতেন শিল্পী। আজও তাঁর স্মৃতি আঁকড়ে রয়েছে সেই দোকান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 1:59 PM IST