Anant Ambani and radhika merchant wedding: অনন্ত-রাধিকার বিয়ে মিটতেই মুখোমুখি রাধিকা- কারদাশিয়ান, একে অপরকে কী বললেন তাঁরা?

Last Updated:

Kim Kardashian gave Radhika Merchant her best wishes: সপ্তাহান্তে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি রাধিকা মার্চেন্টের সঙ্গে দেখা করেন কিম কারদাশিয়ান। রাধিকা ও অনন্ত আম্বানির বিয়েতে যোগ দিতে মুম্বাইয়ে ছিলেন কিম। তার সাথে যোগ দিয়েছিলেন তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান।

কিম কারদেশিয়ান রাধিকাকে বিবাহ পরবর্তী জীবনের জন্য অনেক শুভকামনা দিয়েছেন৷
কিম কারদেশিয়ান রাধিকাকে বিবাহ পরবর্তী জীবনের জন্য অনেক শুভকামনা দিয়েছেন৷
মুম্বই: শুক্রবার আম্বানি পরিবারের রাজকীয় বিয়ে সম্পন্ন হল৷ সেই উপলক্ষে জিও কনভেনশনে চাঁদের হাট বসেছিল৷ এই বিয়ে বেশ কিছু দিন দরে ছিল যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে৷ কেবল দেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন৷ সেখানেই কিম কারদাশিয়ানের ছবি সোশ্যাল মিডিয়ার ছবি ভাইরাল হয়ে যায়৷
সপ্তাহান্তে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি রাধিকা মার্চেন্টের সঙ্গে দেখা করেন কিম কারদাশিয়ান। রাধিকা ও অনন্ত আম্বানির বিয়েতে যোগ দিতে মুম্বাইয়ে ছিলেন কিম। তার সাথে যোগ দিয়েছিলেন তাঁর বোন ক্লোয়ি কার্দাশিয়ান।
advertisement
বিয়েতে কিমকে স্বাগত জানান নীতা আম্বানি। তাঁর গ্র্যান্ড এন্ট্রির ভিডিওগুলি ভাইরাল হওয়ার সময় কিম এবং রাধিকাকে একসঙ্গে দেখা যায়। তাঁদের দুজনকেই খোশমেজাজে গল্প করতে দেখা যায়৷ কিম কারদেশিয়ান রাধিকাকে বিবাহ পরবর্তী জীবনের জন্য অনেক শুভকামনা দিয়েছেন৷
advertisement
কিম একটা সুন্দর লাল রঙের পোশাক বেছে নিয়েছিলেন৷ অন্যদিকে রাধিকা হাতে আঁকা আবু জানি সন্দীপের ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন। লহেঙ্গার জমি জুড়ে ছিল হাতে আঁকা ইতালীয় ক্যানভাস। এই ক্যানভাস আনন্দ ও ভালবাসার উদযাপনকে ফুটিয়ে তোলে৷
advertisement
কারদেশিয়ান আসতেই বিমানবন্দরে প্যাপরাৎজিদের ভিড় ছিল চোখে পড়ার মতো৷ সেখানে তাঁকে চিৎকার করে জানানো হয়, ‘ভারতে আপনাকে স্বাগত’৷ তিনিও হাত নাড়েন প্যাপরাৎজিদের৷ পরবর্তীতে কিমকে একটা অটোতে চড়ে মুম্বই সফর করতে দেখা গেছে। শিশুর মতো উচ্ছ্বাস ছিল তাঁর চোখে মুখে৷ শোনা যাচ্ছে বৃষ্টি ভেজা মুম্বই শহর দেখে তিনি আপ্লুত হয়েছেন৷ এই ভারত ভ্রমণ তাঁর পরবর্তী শোয়ের বিষয়বস্তু হতে চলেছে, এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani and radhika merchant wedding: অনন্ত-রাধিকার বিয়ে মিটতেই মুখোমুখি রাধিকা- কারদাশিয়ান, একে অপরকে কী বললেন তাঁরা?
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement