Kiara Advani Sidharth Malhotra Wedding: সিদ্ধার্থর প্রিয় মৃত পোষ্য ধরা থাকল কিয়ারার হাতের গয়নায়, বানালেন নামী শিল্পী

Last Updated:

Kiara Advani Sidharth Malhotra Wedding:বধূর পোশাকের সঙ্গে যোগ্য সঙ্গত করেছে অলঙ্কার। ফ্যাশন মহলে এখন চর্চিত কিয়ারার হাতের কলিরে

জয়সলমীর : বলিউড তারকাদের বিয়েতে এখন কনের হাতের কলিরেও স্টাইল স্টেটমেন্ট। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতেও সেই ধারার ব্যতিক্রম হল না। জয়সলমীরের বিলাসবহুল হোটেল সূর্যগড় প্যালেসে বিয়ের আসরে কনের সাজে কিয়ারার ছবি প্রকাশ্যে আসতেই ফ্যাশনিস্তাদের নজর তাঁর হাতের কলিরের দিকে। গোলাপের হাল্কা গোলাপি প্যাস্টেল শেডে নিজেদের সাজিয়েছিলেন দম্পতি। কিয়ারার পরনের লেহঙ্গা ও দোপাট্টায় এম্ব্রয়ডারিতে ফুটিয়ে তোলা হয়েছে রোমান শহরের ঐতিহ্যবাহী স্থাপত্য। স্বরোভস্কির ক্রিস্টালে গাঁথা হয়েছে সেই সূচিশিল্প।
বধূর পোশাকের সঙ্গে যোগ্য সঙ্গত করেছে অলঙ্কার। ফ্যাশন মহলে এখন চর্চিত কিয়ারার হাতের কলিরে। বিয়ের গুরুত্বপূর্ণ এই গয়নার ক্ষেত্রে চিরাচরিত পথে হাঁটেননি কিয়ারা। লাল-সাদা নয়। তাঁর হাতের কলিরেতে ছিল সোনা ও রূপোর ছোঁয়া। সোনালি ও রুপোলি চাঁদ ও তারার মোটিভ ঝিমমিল করছে কলিরে জুড়ে। তার মাঝেই উঁকি দিয়ে যাচ্ছে প্রজাপতি, দম্পতির নামের আদ্যক্ষর এবং সিড কিয়ারার প্রিয় গন্তব্য প্যারিসের আইফেল টাওয়ার। তবে আসল বিশেষত্ব লুকিয়ে অন্য জায়গায়। কলিরে-তে আছে সিদ্ধার্থের প্রিয় পোষ্য সারমেয় অস্কারের মুখের অবয়বও। গত বছর তাকে হারিয়েছেন সিদ্ধার্থ।
advertisement
advertisement
আরও পড়ুন :  আর মশাগ্রামে রেলবদল নয়, এ বার এক ট্রেনে বাঁকুড়া থেকে হাওড়া
আকর্ষণীয় এই কলিরে তৈরি করেছেন ডিজাইনার মৃণালিনী চন্দ্র। কিয়ারার হাতের কলিরের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মৃণালিনী। লিখেছেন 'কলিরার ঐতিহ্যবাহী চেহারা থেকে সরে না গিয়ে কিছু নতুনত্ব ও সৃষ্টিশীলতা আনার চেষ্টা করা হয়েছে। আমরা ওঁদের প্রেমকাহিনি তুলে ধরেছি। এই কলিরা আসলে হৃদয়েরই অংশ।' কিয়ারার বিয়ের কলিরে বানিয়ে তিনি খুব খুশি, জানিয়েছেন মৃণালিনী। নায়িকাকে বধূবেশে স্বপ্নসুন্দরীর মতোই লাগছে। বিয়ের রাতে কিয়ারার হাতে তাঁর তৈরি কলিরে দেখে মৃণালিনীর আনন্দ আর বাঁধ মানছে না। এর আগে আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, আথিয়া শেট্টি, কাজল আগরওয়াল, রিচা চড্ডার হাতেও ছিল মৃণালিনীর তৈরি কলিরে। আলিয়ার কলিরেতে ছিল মেঘ, চাঁদ, তারা, ঢেউ, সূর্যমুখীর যুগলবন্দি। ক্যাটরিনার কলিরেতে ছিল ‘ওম’, সংস্কৃত বাণী লেখা ছিল আথিয়ার কলিরেতে ।
advertisement
advertisement
কনের সাজের সঙ্গে পাল্লা দিয়ে বর সিদ্ধার্থের পরনে ছিল জরির ভারী কাজ করা মেটালিক গোল্ডের শেরওয়ানি, সঙ্গে ম্যাচিং পায়জামা ও সাফা। আইভরি থ্রেডওয়ার্ক, সোনার জারদৌসি এবং বাদলা কাজ বোনা হয়েছে শেরওয়ানিতে। অ্যাকসেসরিজ হিসেবে ছিল আনকাট হিরের পোলকি জুয়েলারি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiara Advani Sidharth Malhotra Wedding: সিদ্ধার্থর প্রিয় মৃত পোষ্য ধরা থাকল কিয়ারার হাতের গয়নায়, বানালেন নামী শিল্পী
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement