দিনমজুরের গানে মুগ্ধ শঙ্কর মহাদেবন, শেয়ার করলেন ভাইরাল ভিডিও

Last Updated:
#তিরুবনন্তপুরম: সবুজ গাছগাছালির মাঝে বসে এক দিনমজুর । রেওয়াজি কণ্ঠে গেয়ে চলেছে বিশ্বরূপম সিনেমার বিখ্যাত তামিল ক্লাসিকাল গান 'উনাই কানাধু নান'। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল ৷
জানা গিয়েছে ভাইরাল হওয়া ব্যক্তিটি  কেরলের আলাপ্পুয়হা জেলায় বাসিন্দা ৷ নাম রাকেশ উন্নি । রাকেশের সারাদিন কাটে রবার কেটে আর ট্রাক বোঝাই করে ।
ভাইরাল ভিডিওটা দৃষ্টি আকর্ষণ করে ওই গানের আসল গায়ক শঙ্কর মহাদেবনেরও । কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং কমেন্টে রাকেশের প্রশংসাও করেছে। শঙ্কর মহাদেবন নিজে ভিডিওটি শেয়ার করে জিজ্ঞাসা করেন এই গানটা কে গেয়েছে, কে এই গায়ক ?
advertisement
advertisement
advertisement
মহাদেবন রাকেশের নাকি নম্বর জোগাড় করে তাঁকে ফোনও করেছেন। পরে রাকেশের সঙ্গে যোগাযোগ করেন গায়ক পান্দালাম বালন ও সুরকার গোপি সুন্দর ।
ছোটো থেকেই দারুণ গানের গলা রাকেশর ৷ দরিদ্র পরিবার, তাই পেশাদার তালিম নেওয়ার কখনও সম্ভব হয়নি । অভাবের সংসারে গান শেখা ! এ যে একরকম বিলাসিতা । রোজকার কাজের মাঝেই গান শোনা আর গুনগুন করাই ছিল তাঁর স্বভাব। একদিন তাঁর এক বন্ধু ভিডি রেকর্ড করেন আর সোশ্যাল মিডিয়ায় ভিডিটি শেয়ার করেন ৷ সোশ্যাল মিডিয়াবাসী তো বটেই । পাশাপাশি গানের সুর পৌছে গিয়েছে বিখ্যাত গায়ক সুরকারদের কানে ।
advertisement
কোনও গায়ককে ভাইরাল ভিডিও খ্যাতি এনে দিল ইন্টারনেট এমন ঘটনা এই প্রথম নয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দিনমজুরের গানে মুগ্ধ শঙ্কর মহাদেবন, শেয়ার করলেন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement