দিনমজুরের গানে মুগ্ধ শঙ্কর মহাদেবন, শেয়ার করলেন ভাইরাল ভিডিও
Last Updated:
#তিরুবনন্তপুরম: সবুজ গাছগাছালির মাঝে বসে এক দিনমজুর । রেওয়াজি কণ্ঠে গেয়ে চলেছে বিশ্বরূপম সিনেমার বিখ্যাত তামিল ক্লাসিকাল গান 'উনাই কানাধু নান'। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল ৷
জানা গিয়েছে ভাইরাল হওয়া ব্যক্তিটি কেরলের আলাপ্পুয়হা জেলায় বাসিন্দা ৷ নাম রাকেশ উন্নি । রাকেশের সারাদিন কাটে রবার কেটে আর ট্রাক বোঝাই করে ।
ভাইরাল ভিডিওটা দৃষ্টি আকর্ষণ করে ওই গানের আসল গায়ক শঙ্কর মহাদেবনেরও । কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং কমেন্টে রাকেশের প্রশংসাও করেছে। শঙ্কর মহাদেবন নিজে ভিডিওটি শেয়ার করে জিজ্ঞাসা করেন এই গানটা কে গেয়েছে, কে এই গায়ক ?
advertisement
advertisement
This is called fruit of labour! When we hear this, it just makes me feel so so proud of our country that produces so much talent and is so rich in culture. Who is this guy??? How can I trace him? Need help & would like to work with him. pic.twitter.com/SWqGQkmChb
— Shankar Mahadevan (@Shankar_Live) June 30, 2018
advertisement
মহাদেবন রাকেশের নাকি নম্বর জোগাড় করে তাঁকে ফোনও করেছেন। পরে রাকেশের সঙ্গে যোগাযোগ করেন গায়ক পান্দালাম বালন ও সুরকার গোপি সুন্দর ।
ছোটো থেকেই দারুণ গানের গলা রাকেশর ৷ দরিদ্র পরিবার, তাই পেশাদার তালিম নেওয়ার কখনও সম্ভব হয়নি । অভাবের সংসারে গান শেখা ! এ যে একরকম বিলাসিতা । রোজকার কাজের মাঝেই গান শোনা আর গুনগুন করাই ছিল তাঁর স্বভাব। একদিন তাঁর এক বন্ধু ভিডি রেকর্ড করেন আর সোশ্যাল মিডিয়ায় ভিডিটি শেয়ার করেন ৷ সোশ্যাল মিডিয়াবাসী তো বটেই । পাশাপাশি গানের সুর পৌছে গিয়েছে বিখ্যাত গায়ক সুরকারদের কানে ।
advertisement
কোনও গায়ককে ভাইরাল ভিডিও খ্যাতি এনে দিল ইন্টারনেট এমন ঘটনা এই প্রথম নয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 03, 2018 6:46 PM IST