‘‘হাসিখুশি, প্রাণোচ্ছল সুশান্তকেই আজীবন মনে রাখব...’’, ভিডিও পোস্ট করে সুশান্তের স্মৃতিচারণা স্বস্তিকার

Last Updated:

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দিল বেচারা ছবির শ্যুটিংয়ের ফাঁকের একটি ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

#কলকাতা: সুশান্তের সঙ্গে এটাই তাঁর প্রথমবার কাজ নয় ৷ এর আগেও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ ২০১৫ সালের পর ফের একবার তাঁদের ছবি মুক্তি পেতে চলেছে ৷ ‘দিল বেচারা’৷ এই ছবি অত্যন্ত স্পেশাল ৷ কারণ অবশ্যই সুশান্ত সিং রাজপুত ৷ তাঁর অভিনীত শেষ ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুলাই ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে ৷
সুশান্তের মৃত্যুর পর প্রায় একমাস হতে চলল ৷ তবুও সুশান্তের এই চলে যাওয়াটা আজও মেনে নিতে পারছে না গোটা দেশ। ১৪, জুন বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাটে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে তদন্ত চলছে ৷ সুশান্তের বন্ধু-বান্ধব থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক গণ্যমান্যদেরই ইতিমধ্যে জেরা করেছে মুম্বই পুলিশ ৷ ‘দিল বেচারা’ ছবির ট্রেলার লঞ্চ করার দিনই ভিউয়ের সংখ্যায় তা রেকর্ড গড়েছিল ৷ এ আর রহমানের সুর দেওয়া ছবির গানগুলিও যথেষ্ট চর্চার মধ্যে রয়েছে ৷  নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দিল বেচারার শ্যুটিংয়ের ফাঁকের একটি ভিডিও সম্প্রতি শেয়ার করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
সেখানে দেখা যাচ্ছে ছবিতে নায়িকা ‘কিজি’র মা, স্বস্তিকার সঙ্গে নাচছেন 'ম্যানি' সুশান্ত। শ্যুটিংয়ের ফাঁকের এই মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করে স্বস্তিকা ক্যাপশনে লেখেন, ‘‘ও কিজির সঙ্গে নাচল আর তারপর আমার সঙ্গে ৷ আমি এইভাবেই সুশান্তকে মনে রাখতে চাই। সবসময়। সাদামাটা, আনন্দে ভরপুর, প্রাণোচ্ছ্বল। এভাবেই নাচতে থেকো তারাদের সঙ্গে…অনেকে ভালবাসা। ধন্যবাদ মুকেশ ছাবড়া, এইরকম একটা সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখার জন্য। আমি আজীবন এই ভিডিওটাকে মনের মধ্যে গেঁথে রাখব।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‘হাসিখুশি, প্রাণোচ্ছল সুশান্তকেই আজীবন মনে রাখব...’’, ভিডিও পোস্ট করে সুশান্তের স্মৃতিচারণা স্বস্তিকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement