ঋতুপর্ণ ঘোষ, আমার প্রিয় ‘সিনেমাওয়ালা’: কৌশিক গঙ্গোপাধ্যায়

Last Updated:
#কলকাতা: পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে ‘অন্যতম প্রিয় সিনেমাওয়ালা’ ঋতুপর্ণ ঘোষই ! তাই তো ঋতুপর্ণ ঘোষের মৃত্যদিনে একেবারে অন্য কায়দায় শ্রদ্ধা জানালেন তিনি ৷ লিখলেন ‘আমার অন্যতম প্রিয় সিনেমাওয়ালা ঋতুপর্ণ ৷ অসমাপ্ত একটি জীবন ৷ যেখানেই থাকো, ভালো থেকো ঋতুদা !’
rito-2
কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর ‘ল্যাপটপ’ ছবিটিতে ট্রিবিউট জানিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষকে, কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়,
‘ল্যাপটপ ছবির শুরুতে ঋতুদাকে ট্রিবিউট জানিয়েছিলাম ৷ তবে সেটা যথাযথ ছিল না ৷ ঋতুপর্ণ ঘোষের জন্য একটা ছবি আমি নিশ্চিতভাবে ডেডিকেট করতে চাই, ছবিটার স্ক্রিপ্ট লেখাও হয়ে গিয়েছে ৷ ছবিটা যখন আমি বানাবো তখন আরও বিস্তারিতভাবে বলব ৷ তবে এটা বলতে পারি, ছবিটা থার্ডজেন্ডারদের নিয়ে ৷ সে ছবির যথাযথ লোক হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ ৷ এই ছবিটা ঋতুদাকেই উৎস্বর্গ করা যায় ৷ কেননা ট্রান্সজেন্ডারদের শহুরে জীবন, কলকাতার জীবন, বাবু জীবনটা, থার্ডজেন্ডারদের এলিট জীবনটা ঋতুপর্ণ-র ছবিতেই দেখেছি ৷ অন্য জীবনটা অতটা দেখানো হয়নি ৷ অথচ সেই যন্ত্রণা নিয়েই সারাজীবন বেঁচেছিলেন তিনি ৷ আমার মনে, তাঁর ছবিতে না বলা দিকটা বলে, সে ছবিটা ঋতুদাকে উৎস্বর্গ করা দরকার ৷ ’
advertisement
advertisement
ঋতুপর্ণ ঘোষের সম্পর্কে বলতে গিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় আরও বলেন,
‘আমার ছবি আরেকটি প্রেমের গল্প দিয়েই ঋতুদা-র অভিনয়ে আসা ৷ প্রায় একবছর ধরে কোনও দেখা সাক্ষাৎ ছিল না ৷ আমিই দেখা করিনি ৷ এই কারণেই যে একটা বড় অগ্নিকুন্ডের সামনে বেশিদিন থাকতে নেই ৷ মচমচে হয়ে যাওয়ার ভয়ে ৷ অত বড় প্রতিভা থেকে দূরে থাকাটা খুব নিরাপদ ৷ বৃহৎ এক প্রতিভাকে সামনে থেকে দেখলে নিজের জমি মাপতে ভুলে যায় ৷ তাই সরে আসা ৷ তবে হ্যাঁ, কাছ থেকে দেখেছিলাম অন্যতম সেরা একজন গল্প বলার লোক,বাংলার অন্যতম চিত্রনাট্যকর, আর আমার খুব প্রিয় সিনেমাওয়ালা ৷ ’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঋতুপর্ণ ঘোষ, আমার প্রিয় ‘সিনেমাওয়ালা’: কৌশিক গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement