Home /News /entertainment /
অন্যপ্রেমের গল্প বলবে কৌশিকের ‘নগরকীর্তন’, মুক্তি পেল টিজার

অন্যপ্রেমের গল্প বলবে কৌশিকের ‘নগরকীর্তন’, মুক্তি পেল টিজার

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: ফার্স্টলুক প্রকাশ পেয়েছিল বেশ কিছুদিন আগেই ৷ আর এবার সামনে এল ছবির টিজার ৷ টিজারেই কৌতুহল বাড়িয়ে দিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’ ছবির ৷ ছবিতে এক বাঁশিওয়ালা ও এক রূপান্তকামীর প্রেমের গল্পই উঠে আসবে ৷ ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী ও ঋদ্ধি সেন !

  ছবি মুক্তির আগেই অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন, অভিনেতা ঋদ্ধি সেন ৷ আর তারপর থেকেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে ৷ এমনকী, ছবি নিয়ে সেরকমভাবে কোনও তথ্যই ফাঁস করেননি ছবির টিম ৷ তবে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় নানা সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, এই ছবি একেবারেই অন্যরকম এক ধরণের প্রেমের গল্প বলবে ৷ তবে ছবির টিম কখনই ‘নগরকীর্তন’কে সমকামী প্রেমের গল্প হিসেবে তুলে ধরতে চাইছেন না ৷ বরং বলছেন, এই ছবি এক বাঁশিওয়ালা ও এক রূপান্তরকামী মানুষের প্রেমের গল্প !

  ‘নগরকীর্তন’ মুক্তি পেতে চলেছে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ ৷

  First published:

  Tags: Kaushik Ganguly, Nagarkirtan, Teaser