Upcoming Bengali Movie Flashback: 'ফ্ল্যাশব্যাক'-এ অনবদ্য কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গে সৌরভ দাস ও শবনম বুবলি. চমকে দিল ছবির টিজার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
Upcoming Bengali Movie Flashback: ছবিতে অঞ্জনের চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে। ফার্স্ট লুকে অভিনেতা কৌশিককে দেখা গিয়েছে একটি কালো কোট পরে। গল্পে মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন।
কলকাতা: অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও শবনম বুবলী এবার এক ছবিতে। ছবিটি নাম “ফ্ল্যাশব্যাক”। মুক্তি পেল সেই ছবির অফিশিয়াল টিজার। তাতেই ধরা পড়ল বড় চমক। অভিনয়ের পাশাপাশি গল্পের প্রেক্ষাপট বেশ অন্যরকম। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রাশেদ রাহা।
ছবিতে অঞ্জনের চরিত্রে দেখা যাবে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কে। ফার্স্ট লুকে অভিনেতা কৌশিককে দেখা গিয়েছে একটি কালো কোট পরে। গল্পে মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন হল সব ছেড়েছুড়ে অনেকটাই অদৃশ্য তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে ছবিতে ডিকে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ দাস। এক ভবঘুরে চরিত্রে দেখা যায় তাঁকে। অন্যদিকে ছবির আরও এক প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শবনম বুবলী৷ পেশায় একজন ফিল্ম মেকার। তিনজন ভিন্ন চরিত্রের হলেও জীবনের অঙ্কপথে দেখা হয় অঞ্জন, শবনম ও ডিকের। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে। জীবনের খেলায় কোনদিকে যাবে ছবির মোড়! ছবি ‘ফ্ল্যাশব্যাক’ এ ধরা দেবে সবটাই।
advertisement
কলকাতা শহর ও নর্থ বেঙ্গলের পাহাড়ে ছবির শ্যুটিং হয়েছে।পরিচালক রাশেদ রাহা জানান “এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ আর শবনম বুবলীও অসাধারণ।”
advertisement
আরও পড়ুন : গরম রান্নায় ছড়িয়ে দিন এই শুকনো পাতার গুঁড়ো…বশে থাকবে ব্লাড সুগার, হার্টের অসুখ থেকে কোষ্ঠকাঠিন্য
অভিনেত্রী শবনম বুবলী জানান ‘ভারতের ছবিতে অভিনয় করতে পারা আমার খুব ভাল লাগার বিষয়। অসাধারণ একটি টিম, অসাধারণ সমস্ত অভিনেতা। কৌশিক স্যার ও সৌরভের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা দারুণ। আমাদের পরিচালক রাশেদ রাহা একজন দক্ষ পরিচালক, খুব ভাল অভিজ্ঞতা এই ছবিতে অভিনয় করার। আর চরিত্রটা দারুণ, আশা করছি সবার ভালবাসা পাবো’।
advertisement
অভিনেতা সৌরভ দাস জানান ‘এই ছবিতে আমার চরিত্রের মধ্যে আলাদা একটি মজা আছে। কৌশিকদা, বুবলীর সঙ্গে অভিনয় করা দারুণ অভিজ্ঞতা। এর আগে বুবলীর সাথে কাজ হয়নি আমার। দর্শকদের ভাল লাগবে ছবিটি’। ছবিতে আরও মুখ্য চরিত্রে দেখা যাবে বেশ নামকরা অভিনেতা অভিনেত্রীদের। চলতি বছরে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি “ফ্ল্যাশব্যাক”।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2024 10:29 AM IST