Kaun Banega Crorepati 15: KBC-র নয়া সিজনে প্রথম কোটিপতি, ক্যাটারারের ছেলের রোজগার এক কোটি! আবেগঘন অমিতাভও, জানুন যুবকের কাহিনি
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kaun Banega Crorepati 15: জসকরন অনেক কষ্ট করে ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারই প্রথম পরীক্ষায় বসবেন। অমিতাভ এক কোটি টাকার ঘোষণা করার পর জসকরন বলে ওঠেন, ‘জীবনে আমার প্রথম রোজগার’।
মুম্বই: ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৫ নম্বর সিজন পেল তার প্রথম কোটিপতি। পঞ্জাবের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা জসকরন সিং নামের এক যুবকই ‘বনেগা ক্রোড়পতি’। সম্প্রতি সোনি টিভি থেকে যে প্রোমোটি মুক্তি দেওয়া হল, তাতে এমনই ইঙ্গিত পেলেন দর্শকেরা।
প্রোমোতে দেখা গেল, রিয়্যালিটি শো-এর সঞ্চালক, বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন জসকরনের নাম ঘোষণা করে বললেন, তিনি এক কোটি টাকা জিতেছেন। তবে তার পরেই দেখা গেল, তার পরবর্তী ধাপ, অর্থাৎ ১৬ নম্বর প্রশ্নের (যার মূল্য ৭ কোটি) জন্য প্রস্তুত জসকরন। সুতরাং শেষমেশ এত টাকা সেই যুবক পেলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
এক কোটি টাকা জিতে জসকরনকে বলতে শোনা যায়, তাঁর গ্রামে অধিকাংশ মানুষই স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেননি। জসকরন অনেক কষ্ট করে ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবারই প্রথম পরীক্ষায় বসবেন। অমিতাভ এক কোটি টাকার ঘোষণা করার পর জসকরন বলে ওঠেন, ‘জীবনে আমার প্রথম রোজগার’।
advertisement
জসকরনের বাবা ক্যাটারিংয়ের কাজ করেন। ঠাকুরদা বিক্রি করেন ছোলে ভাটুরে। ঠাকুমা ছোট একটি সব্জির দোকান চালান। পঞ্জাবের খলরাতে বসবাস এই পরিবারের। সেখান থেকে চার ঘণ্টা দূরে জসকরনের কলেজ। রোজ বাসে চেপে কলেজে যাতায়াত করেন জসকরন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ কি তবে তাঁর ভাগ্যবদল করতে পারবে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2023 9:34 AM IST