নীতু সিংকে ফোন করলেন ক্যাটরিনার মা !

Last Updated:

কেন হল ব্রেক আপ? কেনই বা মেয়ের মন নিয়ে খেলল রণবীর ? উত্তর খুঁজেই চলেছেন ক্যাটরিনার মা সুজেন ৷ আর সেই উত্তরের খোঁজেই নীতু সিংকে ফোন করে ফেললেন ক্যাটরিনার মা ! আপাতত, এই ফোন কাণ্ডটে গুজব বলেই জানিয়েছেন কাপুর ফ্যামিলি ৷

#মুম্বই: কেন হল ব্রেক আপ? কেনই বা মেয়ের মন নিয়ে খেলল রণবীর ? উত্তর খুঁজেই চলেছেন ক্যাটরিনার মা সুজেন ৷ আর সেই উত্তরের খোঁজেই নীতু সিংকে ফোন করে ফেললেন ক্যাটরিনার মা ! আপাতত, এই ফোন কাণ্ডটে গুজব বলেই জানিয়েছেন কাপুর ফ্যামিলি ৷ তবুও যা রটেছে, তা হল ৷ ক্যাটরিনার মা নাকি রবিবার সকালে সোজাসুজি ফোন করে বসে রণবীর কাপুরের মা নীতু সিংকে ৷ পরিষ্কার নীতুকে জিজ্ঞেস করেন, কেন ব্রেকআপ হল ক্যাট-রণবীরের? সঙ্গে নীতুকে নাকি তিনি অনুরোধও করলেন, দেখুন না একবার রণবীরের সঙ্গে কথা বলে, যদি সব কিছু ঠিক করতে পারে রণবীর ! উত্তরে নীতু নাকি শুধু জানিয়েছেন, রণবীর ক্যাটের সম্পর্কের ব্যাপারে আমি খুব অল্পই জানি ৷ এ ব্যাপারে আমার কাউকে কিছু বলার নেই ৷ রণবীর-ক্যাট দু’জনে যা চাইবে, সেটাই আমি মেনে নেব !
আপাতত, রণবীর-ক্যাট ব্রেকআপ নিয়ে নতুন এই গুঞ্জনে বলিউড মত্ত ৷ তবে এব্যাপারে কোনওরকম কথা বলতে চাননি ক্যাট-রণবীর ৷ সম্প্রতি মুম্বইয়ের এক অটোমোবাইলের অনুষ্ঠানে দেখা হলেও, শুধুমাত্র সৌজন্যমূলক আলাপেই আটকে ছিলেন ক্যাটরিনা-রণবীর ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
নীতু সিংকে ফোন করলেন ক্যাটরিনার মা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement