নীতু সিংকে ফোন করলেন ক্যাটরিনার মা !
Last Updated:
কেন হল ব্রেক আপ? কেনই বা মেয়ের মন নিয়ে খেলল রণবীর ? উত্তর খুঁজেই চলেছেন ক্যাটরিনার মা সুজেন ৷ আর সেই উত্তরের খোঁজেই নীতু সিংকে ফোন করে ফেললেন ক্যাটরিনার মা ! আপাতত, এই ফোন কাণ্ডটে গুজব বলেই জানিয়েছেন কাপুর ফ্যামিলি ৷
#মুম্বই: কেন হল ব্রেক আপ? কেনই বা মেয়ের মন নিয়ে খেলল রণবীর ? উত্তর খুঁজেই চলেছেন ক্যাটরিনার মা সুজেন ৷ আর সেই উত্তরের খোঁজেই নীতু সিংকে ফোন করে ফেললেন ক্যাটরিনার মা ! আপাতত, এই ফোন কাণ্ডটে গুজব বলেই জানিয়েছেন কাপুর ফ্যামিলি ৷ তবুও যা রটেছে, তা হল ৷ ক্যাটরিনার মা নাকি রবিবার সকালে সোজাসুজি ফোন করে বসে রণবীর কাপুরের মা নীতু সিংকে ৷ পরিষ্কার নীতুকে জিজ্ঞেস করেন, কেন ব্রেকআপ হল ক্যাট-রণবীরের? সঙ্গে নীতুকে নাকি তিনি অনুরোধও করলেন, দেখুন না একবার রণবীরের সঙ্গে কথা বলে, যদি সব কিছু ঠিক করতে পারে রণবীর ! উত্তরে নীতু নাকি শুধু জানিয়েছেন, রণবীর ক্যাটের সম্পর্কের ব্যাপারে আমি খুব অল্পই জানি ৷ এ ব্যাপারে আমার কাউকে কিছু বলার নেই ৷ রণবীর-ক্যাট দু’জনে যা চাইবে, সেটাই আমি মেনে নেব !
আপাতত, রণবীর-ক্যাট ব্রেকআপ নিয়ে নতুন এই গুঞ্জনে বলিউড মত্ত ৷ তবে এব্যাপারে কোনওরকম কথা বলতে চাননি ক্যাট-রণবীর ৷ সম্প্রতি মুম্বইয়ের এক অটোমোবাইলের অনুষ্ঠানে দেখা হলেও, শুধুমাত্র সৌজন্যমূলক আলাপেই আটকে ছিলেন ক্যাটরিনা-রণবীর ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 04, 2016 3:08 PM IST